ভিনিসুসের হাতেই ব্যালন ডি’অর উঠবে: আনচেলত্তি
২৩ অক্টোবর ২০২৪
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসুস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মুগ্ধ হয়ে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এবারের ব্যালন ডি’অর ব্রাজিলিয়ান এই তারকাই জিতবে।
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ডর্টমুন্ডকে ৫-২ গোলে বিধ্বস্ত করে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নেয় রিয়াল। ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর আন্টোনিও রুডিগারের গোল দিয়ে গোলউৎসবের শুরুটা করে স্বাগতিকরা। ৬২, ৮৬ ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসুস।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দ্বিতীয়ার্ধে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি বলেন, “আমি যা বলতে পারি তা হলো, দ্বিতীয়ার্ধে ভিনিসুস যেভাবে খেলেছে, তা খুবই বিরল। শুধু তিনটি গোল করার জন্য নয়, তার খেলার ধরণের জন্য। সে অসাধারণ।”
“ভিনিসুস এবারের ব্যালন ডি'অর জিতবে। তবে আজকের রাতের পারফরম্যান্সের জন্য নয়, বরং গত বছরের পারফরম্যান্সের জন্য। এই তিনটি গোল অবশ্যই পরবর্তী বছরের ব্যালন ডি'অরের জন্য বিবেচনা করা হবে, এতে কোনো সন্দেহ নেই। সে এমন একজন খেলোয়াড়, যাকে সবাই উৎসাহ দেয়, কারণ সে পার্থক্য গড়ে দিতে পারে।”
গত মৌসুমের ফাইনালে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। এদিন চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে বিরতিতে যায় রিয়াল। তবে আনচেলত্তি জানান, ড্রেসিংরুমে এ নিয়ে কোনো ধরনের আতঙ্ক ছড়ায়নি। কেননা তার দল জানত কিভাবে ঘুরে দাঁড়াতে হবে।
“বিরতিতে আমরা খুব শান্ত ছিলাম। আমরা খেলার ধরণ বদলিয়ে ফিরে আসি এবং আরও বেশি ক্ষিপ্রতার সঙ্গে খেলতে থাকি।"
“তিনটি গোল করার কথা বলাটা অবাস্তব মনে হতে পারে। তাই আমরা ছোট ছোট বিষয়ের ওপর আলোচনা করেছি যেমন- বল সঠিকভাবে পাস করা, বল দখলের লড়াইগুলো জেতা...আমাদের প্রথমে খেলার গতি নিজেদের দখলে আনতে হতো, সেখান থেকেই ম্যাচ জেতার শুরু হয়। প্রথমার্ধে আমরা কিছুটা আত্মবিশ্বাসহীন ছিলাম। বলের ওপর নিয়ন্ত্রণ ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা সেরাটা দিয়ে এবং চাপ নিয়ে খেলেছি। এটা ছিল মৌসুমে আমাদের সেরা দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স।"
আগামী সোমবার প্যারিসে ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা করা হবে।
মন্তব্য করুন: