রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
২৪ অক্টোবর ২০২৪
প্রায় সাড়ে নয় বছর ধরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়হীন ছিল বার্সেলোনা। তবে হানসি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া দলটি সেই বিবর্ণ রেকর্ড বদলানোর লক্ষ্যেই যেন মাঠে নেমেছিল। বায়ার্নের সাবেক কোচের অধীনে রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্নকে ৪-১ গোলে হারায় ফ্লিকের দল।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় বায়ার্নের কাছে টানা ৬ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বার্সেলোনা। জার্মান ক্লাবটির বিপক্ষে তাদের সবশেষ জয় ২০১৫ সালের মে মাসে। সেবার ঘরের মাঠে সেমি-ফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির জোড়া ও নেইমারের এক গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল স্প্যানিশ ক্লাবটি।
এর মাঝে ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। সে সময় বায়ার্নের কোচ ছিলেন ফ্লিক। বায়ার্নের একটি গোল করেছিলেন রবের্ট লেভানডফস্কি। তবে এবারের ম্যাচে এই দু’জনই আছেন বার্সেলোনায়।
ম্যাচের ৫৮ সেকেন্ডেই দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপর ১৮তম মিনিটে দারুণ এক ভলিতে বায়ার্নকে সমতায় ফেরান হ্যারি কেইন।
৩৬তম মিনিটে রক্ষণের ভুলে আবার গোল হজম করে বায়ার্ন। এবার স্কোরশিটে নাম তোলেন দলটির সাবেক স্ট্রাইকার লেভানডফস্কি। প্রথমার্ধের নির্ধারতি সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ৫৬তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পেশাদার ক্যারিয়ারে ২৭ বছর বয়সী ফুটবলারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। গত ৩১ আগস্ট লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেন তিনি।
ম্যাচের বাকি সময় বায়ার্নকে চাপের মধ্যে রাখলেও আর কোনো গোলের দেখা পায়নি বার্সেলোনা। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে ফ্লিকের দল। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন।
আগামী শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মাঠে নামবে বার্সেলোনা।
মন্তব্য করুন: