স্লটের অধীনে নতুন ইতিহাস গড়ল লিভারপুল
২৪ অক্টোবর ২০২৪
নতুন কোচের দুর্দান্ত এক সময় পার করছে লিভারপুল। ইংলিশ ক্লাবটির দায়িত্ব নিয়েই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্নে স্লট। এবার চ্যাম্পিয়নস লিগে লাইপজিগকে হারিয়ে ক্লাবটির ১৩২ বছরের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন এই ডাচ কোচ।
বুধবার রাতে লাইপজিগের মাঠে উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনেসের একমাত্র গোলে জয় পায় লিভারপুর। আর এতেই ক্লাব ইতিহাসে কোনো মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথম ৬ ম্যাচেই জেতার রেকর্ড গড়ল ইংলিশ দলটি।
গত মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপ অলরেডদের দায়িত্ব ছাড়ার পর নতুন কোচ হন স্লট। ৪৬ বছর বয়সী এই কোচের অধীনে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ মিলিয়ে খেলা ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে লিভারপুল, যা ক্লাব রেকর্ডও।
আর এতেই ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম কোচ হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের প্রথম ১২ ম্যাচের ১১টিতেই জয়ের রেকর্ড গড়েছেন স্লট। দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে ম্যাচ শেষে লিভারপুল জানান, তার চোখ শিরোপা জয়ে।
“অনেক দারুণ দল এই জার্সি গায়ে তুলেছে। অনেক দুর্দান্ত কোচ এই ক্লাবের দায়িত্বে ছিলেন। তাই আগে হয়নি এমন কিছু অর্জন করা এত বড় ক্লাবে আসলে অসম্ভব। তবে কিছু অর্জন করতে পারাও দারুণ ব্যাপার। রেকর্ড অবশ্যই ভালো। কিন্তু রেকর্ডের চেয়ে ভালো একটা বিষয় আছে। আমি কী বলতে চাইছি সেটা আমরা জানি, আমার মনে হয় সেটা ট্রফি।”
ম্যাচের ২৭তম মিনিটে নুনেসে গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর বাকিটা সময় দাপট দেখালেও গোলের দেখায় পায়নি স্লটের শিষ্যরা। কোচকে নিয়ে প্রশংসা ঝরেছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের কণ্ঠেও।
“এভাবে তাকে চালিয়ে যেতে হবে, আমাদের উন্নতি করাতে হবে, দেখাতে হবে আমাদের কাছ থেকে সে কী চায়, সবার সঙ্গে মজা করতে হবে। আমার মনে হয় মাঠেও আমরা সেটাই দেখাচ্ছি। তবে মৌসুমটা অনেক বড়। বিনয়ী থেকে আমাদের কাজ করে যেতে হবে।”
আগামী রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুর। ৮ ম্যাচের মধ্যে তাদের জয় ৭টিতে। অন্যদিকে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে ৩ ম্যাচের সবকটিতে। ৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে অ্যাস্টন ভিলা।
মন্তব্য করুন: