লাল কার্ড দেখে রেফারির দৃষ্টিশক্তি নিয়ে মরিনিয়োর উপহাস

২৫ অক্টোবর ২০২৪

লাল কার্ড দেখে রেফারির দৃষ্টিশক্তি নিয়ে মরিনিয়োর উপহাস

উয়েফা ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছেন ফেনারবাচের কোচ হোসে মরিনিয়ো। সাবেক ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে লাল কার্ড পাওয়ায় রেফারির দৃষ্টিশক্তি নিয়ে ব্যঙ্গ করেছেন পর্তুগিজ এই কোচ।

বৃহস্পতিবার ফেনারবাচের মাঠে ম্যাচের এক ঘণ্টার মাথায় লাল কার্ড দেখেন মরিনিয়ো। সে সময় ফেনারবাচের একটি পেনাল্টি আবেদন বাতিল করে দেওয়ায় রেফারি সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান তিনি।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রাথমিকভাবে পেনাল্টি না দেওয়ার বিষয়ে কিছু বলতে না চাইলেও পরে রেফারিকে নিয়ে উপহাস করেন মরিনিয়ো।

তিনি আমাদের কিছু অবিশ্বাস্য কথা বললেন। তিনি বললেন যে, একই সময়ে তিনি বক্সের খেলা এবং সাইডলাইনে আমার আচরণ দেখতে পাচ্ছিলেন।

আমি তাকে অভিনন্দন জানাই কারণ তার পার্শ্বদৃষ্টিশক্তি অসাধারণ। ১০০ মাইল গতিতে ম্যাচ চলাকালে তিনি এক চোখে পেনাল্টি পরিস্থিতি দেখছিলেন এবং অন্য চোখে দেখছিলেন বেঞ্চ এবং আমার আচরণ। তিনি আমাকে এই ব্যাখ্যাই দিয়েছেন। এজন্য তিনি বিশ্বের সেরা রেফারিদের একজন।

এর আগে ২০২৩ সালে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার-রোমা ম্যাচে রেফারিকে অপমান করার জন্য মরিনিয়োকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই ঘটনা উল্লেখ করে ৬১ বছর বয়সী এই কোচ জানান, তিনি আপিল করবেন না।

সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, “যদি আমি আপিল করি, তবে আমি ছয় মাসের নিষেধাজ্ঞা পাব। সেভিয়া-রোমা ফাইনালের পর থেকে আর কিছুই করার নেই।

এরপর মজার ছলে বলেন, “আমার জন্য সেরা কাজ হবে, যখন আমি ফেনারবাচে ছাড়ব, তখন এমন কোনো ক্লাবে যাব, যারা উয়েফা প্রতিযোগিতায় অংশ নেয় না। তাই ইংল্যান্ডের নিচের টেবিলের কোনো ক্লাবের যদি দুই বছর পর একজন কোচের প্রয়োজন হয়, আমি প্রস্তুত।

মন্তব্য করুন: