‘এল ক্লাসিকোয় কী করতে হবে তা এমবাপ্পে জানে’
২৫ অক্টোবর ২০২৪
বার্সেলোনার বিপক্ষে আগেও মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে রিয়াল মাদ্রিদের হয়ে শনিবার প্রথমবারের মতো কাতালান ক্লাবটির বিপক্ষে মাঠে নামবেন তিনি। আর নিজের প্রথম এল ক্লাসিকোয় এই ফরাসি তারকার কী করতে হবে তা তিনি ভালো করেই জানেন বলে মনে করছেন কার্লো আনচেলত্তি।
লা লিগায় রিয়ালের হয়ে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন এমবাপ্পে। ৯ ম্যাচে মাঠে নেমে এখন পর্যন্ত ৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। তবে তার সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হয়েছে। বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দলের নতুন তারকাকে নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান আনচেলত্তি।
“আমরা সন্তুষ্ট। এমবাপ্পে গোল করেছে। সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।... সে তার সেরা ছন্দ খুঁজছে। আমরা তাড়াহুড়ো করছি না এবং সেও করছে না। অবশ্যই সে আরও ভালো করবে। কারণ তার সব গুণাবলী রয়েছে।"
এল ক্লাসিকোর আগে এমবাপ্পেকে বিশেষ কোনো পরামর্শ দেওয়া হয়েছে কি না জানতে চাওয়া হলে আনচেলত্তি বলেন, “তার অভিজ্ঞতা আছে। সে প্রায়ই বার্সেলোনার বিপক্ষে খেলেছে। সে জানে কী করতে হবে... তার প্রস্তুতির পদ্ধতি খুবই ঠাণ্ডা মাথার ও সরল। সে তার দক্ষতার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা আত্মবিশ্বাসী যে, সে দলকে কিছু দিতে পারবে এবং সেও তাই বিশ্বাস করে।"
পিএসজির হয়ে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে ৪ ম্যাচে মাঠে নামা এমবাপ্পে ৬টি গোল করেছেন।
এল ক্লাসিকোয় মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময় কেটেছে দু’দলের। ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার রিয়াল জয় পায় ৫-২ গোলে। অন্যদিকে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়ে জার্মান দলটির বিপক্ষে ৯ বছরের জয় খরা কাটায় বার্সেলোনা।
প্রতিপক্ষ কোচ হানসি ফ্লিকের প্রশংসা করে আনচেলত্তি বলেন, “তারা খুব ভালো করছে। এল ক্লাসিকোর মতো একটি ম্যাচে, যেটা অনেকটা ডার্বির মতো, কে প্রিয় তা বেছে নেওয়া কঠিন। তবে সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত কেউই আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি।”
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফরোয়ার্ড রদ্রিগো ও গোলকিপার থিবো কোর্তোয়াকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়ালকে। অনুশীলনের সময় ঊরুতে চোট পেয়েছেন রদ্রিগো। অন্যদিকে আবারও পুরোনো এসিএলের চোটে পড়েছেন কোর্তোয়া।
শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামবে রিয়াল। লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা কার্লো আনচেলত্তির দল ১০ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুই নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
মন্তব্য করুন: