এল ক্লাসিকো অভিষেকে এমবাপ্পের ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স
২৭ অক্টোবর ২০২৪
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, বার্সেলোনার বিপক্ষে কী করতে হবে কিলিয়ান এমবাপ্পে তা জানেন। কিন্তু মাঠের খেলায় ফরাসি এই তারকার হতাশাজনক পারফরম্যান্স তা তিনি নিজেই হয়তো দ্রুত ভুলে যেতে চাইবেন। একবার, দু’বার নয়, মোট আটবার অফসাইডের ফাঁদে পড়েছেন এই ফরোয়ার্ড। তার এমন বিবর্ণ দিনে রিয়ালকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল। সবকটি গোল এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। রবের্ট লেভানডফস্কির ৫৪ ও ৫৬তম মিনিটে দুই গোলের পর স্কোরশিটে নাম তোলে লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল হানসি ফ্লিকের দল।
অন্যদিকে লা লিগায় টানা অপরাজিত থাকার রেকর্ড গড়ার পথে থাকা রিয়াল প্রথম হারের মুখ দেখল ৪১ ম্যাচ পর। লিগে সবচেয়ে বেশি ৪৩ ম্যাচ অপরাজিত থাকার বার্সেলোনার রেকর্ড তাদের আর ভাঙা হলো না ।
এদিন পুরো ম্যাচে মোট ১২ বার অফসাইডের ফাঁদে পড়ে রিয়াল। এর মধ্যে এমবাপ্পে একাই হয়েছেন আটবার, যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ। লা লিগার গত ১৫ মৌসুমে কোনো ফুটবলারের এক ম্যাচে যৌথভাবে সবচেয়ে বেশি অফসাইডের রেকর্ড এটি।
প্রথমার্ধে ছয়বারের পর দ্বিতীয়ার্ধে আরও দুইবার অফসাইডের ফাঁদে পড়েন ২৫ বছর বয়সী এমবাপ্পে। দুই অর্ধে দু’বার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।
এর আগে বার্সেলোনার বিপক্ষে ৪ ম্যাচে ৬ গোল করা এমবাপ্পের দিকে নজর ছিল ফুটবল বিশ্বে। নিজের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নেমে একদম শুরুতেই গোলের সুযোগ হাত ছাড়া করেন তিনি। কিন্তু পরে দেখা যায় তিনি অফসাইডে ছিলেন।
অফসাইড ছাড়াও বেশ কিছু গোলের সুযোগও হাতছাড়া করেন এমবাপ্পে। গোল মুখে এই ফরোয়ার্ড তার প্রথম শট নেন ম্যাচের ৬১তম মিনিটে।
ম্যাচ শেষে বিশ্বকাপজয়ী এই তারকার পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে আনচেলত্তি বলেন, “আমরা তার (এমবাপ্পের) পজিশন নিয়ে একটু ঝুঁকি নিয়েছিলাম। তারা (বার্সেলোনা) ‘হাই লাইন’ রক্ষণ সাজিয়ে খেলছে। কিন্তু বারবার সামান্য একটুর জন্য আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এছাড়াও সে আরও তিন-চারটি সুযোগ পেয়েছিল। কিন্তু আমাদের যখন একটু বেশি প্রয়োজন কাজে লাগানোর, সে তা পারেনি।”
১১ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আনচেলত্তির দল। সমান ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
মন্তব্য করুন: