রিয়ালকে গুঁড়িয়ে দারুণ উচ্ছ্বসিত বার্সা কোচ

২৭ অক্টোবর ২০২৪

রিয়ালকে গুঁড়িয়ে দারুণ উচ্ছ্বসিত বার্সা কোচ

লা লিগায় গত মৌসুমের দুইবারের দেখায় রিয়াল মাদ্রিদের কাছে রীতিমত ধরাশায়ী হয়েছিল বার্সেলোনা। তবে চলতি মৌসুমে নতুন কোচ হানসি ফ্লিকের ছোঁয়ায় দারুণভাবে বদলে গেছে কাতালান ক্লাবটি। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে ছেলেখেলা করে জয় পেয়েছে ৪-০ গোলে। দলের এমন পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত ফ্লিকও।

শনিবার লা লিগার ম্যাচে রিয়ালের সান্তিয়াগো বের্নাবেউয়ে রবের্ট লেভানডফস্কির জোড়া গোলের পর লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করে বার্সেলোনা। ২০২৩ সালের মার্চের পর এবারই প্রথম এল ক্লাসিকোয় জয় পেল তারা।

এরপর তখনকার বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের অধীনে রিয়ালের সঙ্গে চারবারের দেখায় হারের মুখ দেখে দলটি। গত এপ্রিলে কোপা দেল রের সেমি-ফাইনালে তাদের ৪-০ গোলে বিধ্বস্ত করে কার্লো আনচেলত্তির দল। গত অক্টোবরে লা লিগায় মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলের জয় পায় তারা। চলতি বছর জানুয়ারিতে ৪-১ গোলের জয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে রিয়াল। এপ্রিলে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

হতাশার এক মৌসুম কাটিয়ে চলতি মৌসুমে ফ্লিকের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। লিগে নিজেদের প্রথম ১১ ম্যাচের ১০টিতেই জয় তুলে নিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে গত বুধবার নিজেদের সবশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়ে ৯ বছর পর দলটির বিপক্ষে প্রথম জয় তুলে নেয়। সব মিলিয়ে দলের এমন পারফরম্যান্সে বেশ খুশি ফ্লিক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মান এই কোচ বলেন, “বার্সেলোনায় কাজ করতে এবং এখানে বাস করতে পারছি বলে আমি খুবই আনন্দিত। এটি একটি দুর্দান্ত কাজ। আমি খুবই খুশি... আমরা দারুণ খেলেছি এবং আমি গর্বিত।

ম্যাচের শুরু থেকে বেশ আক্রমাণত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। তবে রক্ষণভাগের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে আনতে পেরেছে জানিয়ে ফ্লিক বলেন, “আমরা বল নিয়ে ও বল ছাড়াই ভালোভাবে প্রেসিং করেছি। বল আমাদের দখলে বেশি ছিল এবং এ কারণেই ম্যাচের গতি পাল্টেছে।

রক্ষণের প্রচেষ্টা ছিল মূল চাবিকাঠি। … রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেললে জায়গা ফাঁকা রাখা উচিত নয়। কারণ তাদের অসাধারণ খেলোয়াড় রয়েছে।

৩০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল।

মন্তব্য করুন: