ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
২৭ অক্টোবর ২০২৪
তহুরা খাতুনের হ্যাটট্রিক ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। প্রথম সেমি-ফাইনালে প্রতিপক্ষকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার নেপালের কাঠামান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়ায় বাংলাদেশ। বাকি দুই গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
২০২২ সালে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলার মেয়েরা।
এদিন ম্যাচের সপ্তম মিনিটে গোল উৎসবের শুরু করেন ঋতুপর্ণা চাকমা। তহুরার পাস থেকে বাঁ পায়ের জোরাল শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ১৫তম মিনিটে নিজের প্রথম গোল করেন তহুরা।
২৬তম মিনিটে বল জালে জড়িয়ে চলতি আসরে গোলের প্রতীক্ষার অবসান ঘটান অধিনায়ক সাবিনা। ৩৫তম মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন তহুরা। মিনিট দুয়েক পরে গোলরক্ষককে পাশ কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। বিরতির আগে এক গোল শোধ দেয় ভুটান।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের ওপর ভুটান কিছুটা চাপ সৃষ্টি করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন তাহুরা। চলতি আসরে ৩ ম্যাচে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল এখন ৫টি।
৭২তম মিনিটে সানজিদা আক্তারের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান শিউলি আজিম।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে আগামী বুধবার মাঠে নামবে বাংলাদেশ। ভারত-নেপালের দ্বিতীয় সেমি-ফাইনালের জয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: