ইয়ামালের প্রতি বর্ণবাদী আচরণ, তদন্তের ঘোষণা রিয়ালের

২৭ অক্টোবর ২০২৪

ইয়ামালের প্রতি বর্ণবাদী আচরণ, তদন্তের ঘোষণা রিয়ালের

সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় লামিনে ইয়ামালকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার এই ঘটনায় রিয়ালের সঙ্গে তীব্র প্রতিবাদ জানায় লা লিগা কর্তৃপক্ষ।

স্প্যানিশ গণমাধ্যম জানায়, শনিবার রিয়ালের ঘরের মাঠে বার্সেলোনার ৪-০ গোলে জয়ের ম্যাচে এক গোল করা ইয়ামালকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পেনের নাগরিক হলেও মা-বাবার সূত্রে ইকুয়েটোরিয়াল গিনি ও মরক্কোর বংশোদ্ভূত।

নিন্দা জানিয়ে এক বিবৃতিতে রিয়ালের তরফ থেকে বলা হয়, “ফুটবলে যে কোনো ধরণের বর্ণবাদ ও সহিংসতামূলক আচরণের প্রতি রিয়াল মাদ্রিদ তীব্র জানায়। স্টেডিয়ামের এক কোণে গত রাতে কয়েকজন সমর্থকের অপমানমূলক কথার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। … দোষীদের খুঁজে বের করে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্ত শুরু হয়েছে।

বার্সেলোনা খেলোয়াড়দের উদ্দেশে করা বর্ণবাদী আচরণের কারণে দেশটির পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিসে অভিযোগ দায়ের করা হবে বলে আরেক বিবৃতিতে জানায় লা লিগা কর্তৃপক্ষ। বর্ণবাদকে কঠোর হাতে দমন করার কথাও জানান তারা।

মন্তব্য করুন: