ম্যাচ হেরে এবার ভিএআরকে দুষছেন ম্যান ইউ কোচ
২৮ অক্টোবর ২০২৪
ওয়েস্ট হ্যামের বিপক্ষে ড্রয়ের দিকে এগুতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ভিএআর থেকে পাওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আছে বিতর্ক। আর ম্যাচ শেষে পুরো প্রক্রিয়াকে কাঠগড়ায় তুলে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অভিযোগ করেছেন, চলতি মৌসুমে তারা আরও এমন অন্যায়ের শিকার হয়েছে।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ইউনাইটেডকে ২-১ গোলে হারায় ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৭৪তম মিনিটের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার মিনিট সাতেক পর হেড থেকে বল করে ইউনাইটেডকে সমতায় ফেরান কাসেমিরো। এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচের বিতর্কিত ঘটনাটি ঘটে।
ডি বক্সের ভেতর ইউনাইটেড ডিফেন্ডার মাটাইস ডি লিখটের সঙ্গে লেগে পড়ে যান ওয়েস্ট হ্যামের এক ফুটবলার। এরপর রেফারি খেলা চালিয়ে গেলেও ভিএআর রেফারির সুপারিশে এটি পরীক্ষা করে দেখেন ম্যাচ রেফারি। লম্বা সময় মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। সেখান থেকে গোল করে দলকে জয় এনে দেন জ্যারড বোয়েন।
ভিএআরের এই সিদ্ধান্তে ম্যাচ শেষে ক্ষুব্ধ টেন হাগ বলেন, “এই মৌসুমে তিনবার মনে হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। হ্যাঁ, আমাদের গোল করা উচিত ছিল। এত সুযোগ আমরা পেয়েছি, অন্তত দুই-তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। দ্বিতীয়ার্ধে আমরা চাপ তৈরি করেছি, তবে ওদেরকে ম্যাচে ফেরার সুযোগও দিয়েছি। কিন্তু যেভাবে শেষ সময়ে পেনাল্টি দেওয়া হয়েছে, তা ছিল অন্যায্য ও অনুচিত।”
টটনাম হটস্পার্সের বিপক্ষে ব্রুনো ফের্নান্দেসের লাল কার্ড পাওয়ার ঘটনার উদাহরণ তুলে ধরে ভিএআর দেখার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ইউনাইটেড কোচ।
“এটা স্পষ্ট ও নিশ্চিত নয় যে, ভিএআর কীভাবে কাজ করেছে। কীভাবে এটা কাজ করে, কোন প্রক্রিয়ায় এটা পরিচালনা করা হয়। … মৌসুম শুরুর আগে তারা ভিএআর প্রক্রিয়া ব্যাখ্যা করেছিল এবং জানিয়েছিল যে, কেবল নিশ্চিত হলেই তারা সেখানে ভূমিকা রাখবে। তাহলে স্পার্সের বিপক্ষে যখন ব্রুনো ফের্নান্দেস লাল কার্ড পেল, তখন কেন তারা হস্তক্ষেপ করেনি? তখন তো স্পষ্ট ভুল ছিল এবং ভূমিকার প্রয়োজন ছিল। আজকে আবার তারা ভুল করেছে কোনো কারণ ছাড়া হস্তক্ষেপ করে। ম্যাচের প্রেক্ষাপটে দুটি সিদ্ধান্তেরই ছিল বড় প্রভাব।”
এই হারে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
দিনের আরেক ম্যাচে মোহাম্মদ সালাহর গোলে আর্সেনালের বিপক্ষে ২-২ সমতায় ম্যাচ শেষ করে লিভারপুল। ৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্নি স্লটের শিষ্যরা। ১৮ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।
মন্তব্য করুন: