অবশেষে টেন হাগকে বরখাস্ত করল ম্যান ইউ
২৮ অক্টোবর ২০২৪
ম্যানচেস্টার ইউনাইটেডের একের পর এক হতশ্রী পারফরম্যান্সের পর কোচ এরিক টেন হাগকে অবশেষে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাবটির কর্তৃপক্ষ। এরই সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হলো এই ডাচ কোচের আড়াই বছরের অধ্যায়।
স্থানীয় সময় সোমবার সকালে টেন হাগকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ রুড ফন নিস্টেলরয়েকে। গত জুলাই থেকে টেন হাগের সহকারীর দায়িত্বে আছেন নেদারল্যান্ডস ও ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার।
রোববার টেন হাগের অধীনে সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে ২-১ গোলে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি এখন আছে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে। মৌসুমে নিজেদের প্রথম ৯ ম্যাচে তাদের জয় মাত্র ৩টি, যা কি না প্রিমিয়ার লিগ ইতিহাসে ক্লাবটির দ্বিতীয় সবচেয়ে বাজে শুরু।
অন্যদিকে ইউরোপা লিগেও সময়টা একদমই ভালো যাচ্ছে না ইউনাইটেডের। ৩৬ দলের নতুন ফরম্যাটের এই আসরে তাদের অবস্থান ২১ নম্বরে। প্রথম তিন ম্যাচের সবকটিতেই ড্র করেছে তারা।
অবশ্য টেন হাগের অধীনে ইউনাইটেডের শুরুটা বেশ ভালোই হয়েছিল। ২০২২ সালের এপ্রিলে দলের দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে ম্যানচেস্টারের ক্লাবটি। ছয় মৌসুম পর সেবার প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তোলে তারা। জেতে ২০২৩ সালের ফুটবল লিগ কাপ।
কিন্তু ২০২৩-২৪ মৌসুমটা বেশ বাজে কাটে ইউনাইটেডের। অধারবাহিক পারফরম্যান্সে লিগ শেষ করে আট নম্বরে থেকে। ৩৮ ম্যাচের মধ্যে জয় পায় কেবল ১৮টিতে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। লিগ কাপ থেকে বিদায় নেয় চতুর্থ রাউন্ড থেকে।
মৌসুম শেষে ৫৪ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করার গুঞ্জন থাকলেও মৌসুম শেষের আগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জেতায় সে যাত্রায় বেঁচে যান তিনি। এরপর তার সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ বাড়ায় ক্লাব কর্তৃপক্ষ।
২০১৩ সালে কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এবার ষষ্ঠবারের মতো স্থায়ী কোচ খোঁজার অভিযানে নামছে ইউনাইটেড। এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পছন্দের তালিকার শীর্ষে আছেন গ্যারেথ সাউথগেট। তবে আগামী মৌসুমের আগ পর্যন্ত ইংল্যান্ডের সাবেক এই কোচ ডাগআউটে ফিরতে চান না বলে জানিয়েছেন।
মন্তব্য করুন: