রোনালদো দানব ও মেসি দানবের বাবা: গুয়ার্দিওলা
৩০ অক্টোবর ২০২৪
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দাপটে টানা দশ বছর অন্য কোনো ফুটবলার ব্যালন ডি’অর জিততে পারেনি। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দুই মহাতারকা জিতেছেন পাঁচটি করে ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। এবার তাদেরকে দানবের সঙ্গে তুলনা করেছেন পেপ গুয়ার্দিওলা।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন গুয়ার্দিওলা। মেসি, শাভি এরনান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেতসদের নিয়ে গড়া দল নিয়ে ক্লাব ফুটবলে রাজত্ব করে কাতালান ক্লাবটি। সে সময় স্প্যানিশ ফুটবলে চলছিল মেসি-রোনালদোর দ্বৈরথও।
গুয়ার্দিওলার অধীনে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারটি ব্যালন ডি’অর জেতেন মেসি। ২০১০ সালের আসরে সেরা তিনে আর্জেন্টাইন এই মহাতারকার সঙ্গে ছিলেন ইনিয়েস্তা ও শাভি। তবে মেসি-রোনালদোর দ্বৈরথের কারণে ক্যারিয়ারের সোনালি সময়ে থাকলেও এই দুই স্প্যানিশ কিংবদন্তির কেউই আর ব্যালন ডি’অর জিততে পারেনি বলে মনে করেন গুয়ার্দিওলা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা এই কোচ বলেন, “সে সময়ে মনে আছে বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা তিনজন খেলোয়াড় ব্যালন ডি’অর জয়ের জন্য মনোনীত হয়েছিল। শাভি ও ইনিয়েস্তা জিততে পারেনি কারণ, সে সময়ে একটা দানব ছিল - মেসি। ক্রিশ্চিয়ানো ছাড়া তাকে কেউ হারাতে পারেনি।”
গত সোমবার ১৯৬০ সালের পর প্রথম স্প্যানিশ হিসেবে ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। শিষ্যের এই সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে শাভি ও ইনিয়েস্তার প্রসঙ্গ তুলে আনেন সিটি কোচ গুয়ার্দিওলা।
“ক্রিশ্চিয়ানো দানব ছিল আর মেসি ছিল দানবের বাবা। গত ১৫-২০ বছরে দুজনেই অবিশ্বাস্য খেলেছে। হয়তো তখন শাভি-ইনিয়েস্তাও ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। তাই আমার মনে হয় বিশ্বব্যাপী স্প্যানিশ ফুটবলের যা পাওয়ার ছিল, গতকাল (পরশু) সেটাই পেয়েছে রদ্রি।”
২০০৮ সালে প্রথম ব্যালন ডি’অর জেতা রোনালদো এরপর ২০১৩, ২০১৪, ২০১৬ ও সবশেষ ২০১৭ সালে এই ট্রফি জেতেন। অন্যদিকে ২০০৯ সালে প্রথম এই শিরোপা জেতা মেসি জেতেন আরও ৭টি। ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও সবশেষ ২০২৩ সালে।
ক্যারিয়ারের পড়ন্ত সময়ে বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-নাসেরে খেলছেন ৩৯ বছর বয়সী রোনালদো। আর ৩৭ বছর বয়সী মেসি খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি-রোনালদোর গোলসংখ্যা ১৭০০-এরও বেশি। এর মধ্যে রোনালদোর গোলসংখ্যা ৯০৭টি ও মেসির ৮৪৯টি।
মন্তব্য করুন: