লিগ কাপে ইউনাইটেডের বড় জয়, সিটির বিদায়

৩১ অক্টোবর ২০২৪

লিগ কাপে ইউনাইটেডের বড় জয়, সিটির বিদায়

এরিক টেন হাগকে বরখাস্ত করার পর নতুন কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগ কাপে লেস্টার সিটির জালে পাঁচবার বল জড়িয়েছে তারা। তবে নগরপ্রতিদ্বন্দ্বীর জয়ের রাতে টটনাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে লেস্টারকে ৫-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ইউনাইটেড। টেন হাগের অধীনে গত আড়াই বছরে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের বিপক্ষে ৫ গোল করতে না পারা দলটি এবার নিস্টলরয়ের অধীনে প্রথম ম্যাচেই তা করে দেখাল।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল দেয় ইউনাইটেড। ১৫তম মিনিটে দূরপাল্লার শটে গোল উৎসবের শুরুটা করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। মিনিট পাঁচেক পর লেস্টার এক গোল শোধ দিলেও ৩৬তম মিনিটে ব্যবধান আবারও বাড়ান ব্রুনো ফের্নান্দেস।

তিন মিনিট পর দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান কাসেমিরো। যোগ করা সময়ে আবারও ব্যবধান কমায় লেস্টার। ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয়ের পথ সহজ করে দেন ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেস। এরপর বাকি সময় আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

অপর ম্যাচে টটনামের মাঠে ২৫ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে সিটি। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ দেন মাথেউস নুনেস। কিন্তু বিরতির পর সমতায় ফিরতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল। ৬৩তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন দলের ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিও।

শেষ আটের লড়াইয়ে ইউনাইটেডের মুখোমুখি হবে টটনাম।

অন্য ম্যাচে প্রেস্টনকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনাল এবং ব্রাইটনকে ৩-২ গোলে হারিয়ে লিভারপুল কোয়ার্টার-ফাইনালে উঠেছে।

মন্তব্য করুন: