সাফজয়ী মেয়েদের আর্থিক পুরস্কার দেবে বিসিবি
৩১ অক্টোবর ২০২৪
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। মেয়েদের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবার সাবিনা-ঋতুপর্ণাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে মনিকার চাকমার গোলের পর ম্যাচের শেষ দিকে ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে শিরোপা ধরে রাখে তারা।
শিরোপা জয়ের পরপরই বিসিবির তরফ থেকে পুরো দলকে অভিনন্দন জানানো হয়েছিল। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির পর সংবাদ মাধ্যমে অর্থ পুরস্কারের ঘোষণা দেন ফারুক। তবে পুরস্কারের পরিমাণ কত হবে সে বিষয়ে কিছু জানাননি।
“বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।”
“(পুরস্কারের) পরিমাণটা... দেখি। সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।”
এর আগে ২০২২ সালে নেপালকে হারিয়েই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। সেবার পুরো দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন তখনকার বোর্ড।
মন্তব্য করুন: