সাফজয়ী মেয়েরা পেল কোটি টাকার চেক
১ নভেম্বর ২০২৪
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
বৃহস্পতিবার সাফজয়ী বাংলাদেশ দল দেশে ফিরলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এর আগে গত বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর আগে ২০২২ সালে নেপালকে হারিয়েই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তোলে বাংলার মেয়েরা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গতবারের মতো এবারও সাবিনা-ঋতুপর্ণাদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছিল বাফুফে। সেখান থেকে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য ফেডারেশন ভবনে নিয়ে যাওয়া হয়। সেই অনুষ্ঠানে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।
একই দিন দুপুরে সাফজয়ী মেয়েদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে রাতে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে বোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
মন্তব্য করুন: