বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন লোপেস

১ নভেম্বর ২০২৪

বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন লোপেস

গত মৌসুম থেকে দলের হয়ে দারুণ পারফর্ম করা ফের্মিন লোপেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা। দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে লোপেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় বার্সেলোনা। আগের চুক্তিটি ছিল ২০২৭ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।

পেশির চোটের কারণে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচে মাঠে নেমেছেন লোপেস। গত সপ্তাহে ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয়ের ম্যাচে ২১ বছর বয়সী এই ফুটবলার খেলেন ৪৫ মিনিট। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন তিনি।

গত মৌসুমে প্রথমবারের মতো বার্সেলোনার মূল দলে সুযোগ পান ক্লাবটির বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠা লোপেস। দুর্দান্ত পারফরম্যান্সে দ্রুতই দলে জায়গা পাকা করে নেন। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪২ ম্যাচে ১১ গোল করেন।

স্পেনের হয়ে ২০২৪ ইউরো জেতেন লোপেস। ইউরোপ সেরার আসরে দলের হয়ে খুব বেশি খেলার সুযোগ না পেলেও, প্যারিস অলিম্পিক ফুটবলে অনূর্ধ্ব-২৩ দলের সোনা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। রোববার ঘরের মাঠে লিগ ম্যাচে এস্পানিওলের মুখোমুখি হবে হানসি ফ্লিকের দল।

মন্তব্য করুন: