ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার জন্য ৩ দিন সময় পান আমুরি
২ নভেম্বর ২০২৪
পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে সময়টা দারুণ কাটাচ্ছিলেন রুবেন আমুরি। লিগে ১০ ম্যাচের সবকটিতে জিতে দলকে রেখেছিলেন পয়েন্ট তালিকার শীর্ষে। এর মাঝেই দলকে ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে হয়েছে তাকে। মাত্র তিন দিনের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণও জানিয়েছেন পর্তুগালের সাবেক এই মিডফিল্ডার।
গত সোমবার কোচের পদ থেকে এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর দলের সহকারী কোচ রুড ফন নিস্টলরয়কে অন্তর্বর্তীকালীন কোচের দেওয়া হয়। তবে এর পরদিন থেকে সম্ভাব্য নতুন কোচ হিসেবে আমুরির নাম ব্রিটিশ গণমাধ্যমে বেশ জোরেশোরেই শোনা যায়।
শেষ পর্যন্ত শুক্রবার নতুন কোচ হিসেবে আমুরির নাম ঘোষণা করে ইউনাইটেড। ২০২৭ সাল পর্যন্ত ৩৯ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তি করেছে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। সুযোগ আছে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোরও। তাকে পেতে ১ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিতে হচ্ছে ইংলিশ ক্লাবটির।
স্পোর্তিংয়ে চলতি মৌসুম শেষ করেই ইউনাইটেডে পাড়ি জমানোর কথা ভাবছিলেন আমুরি। তবে সব পরিস্থিতি বিবেচনা করে তাকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তুলে ধরেন লিসবকে ছেড়ে যাওয়ার কারণ ও প্রেক্ষাপট।
শুক্রবার রাতে পর্তুগিজ লিগে স্পোর্তিংয়ের ৫-১ গোলে জয়ের পর সাংবাদিকদের আমুরি বলেন, “আমার জীবন পুরোপুরি বদলে নেওয়ার সিদ্ধান্তটি নেওয়ার জন্য স্রেফ তিনটি দিন পেয়েছিলাম। একটা অনুরোধ আমার পক্ষ থেকে ছিল যে, মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করা যায় কি না। কিন্তু তারা (ইউনাইটেড) বলেছে, এটা সম্ভব নয়। হয় এখন, না হয় কখনোই নয়।”
মাঝ পথে দায়িত্ব ছাড়লেও মৌসুম শেষে স্পোর্তিংয়ের দায়িত্ব ছাড়ার বিষয়ে আগেই ক্লাবকে জানিয়ে রেখেছিলেন বলে জানান ইউনাইটেডের নতুন কোচ।
“এটা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট এখানে আছেন, মৌসুমের শুরুতেই তার সঙ্গে আলোচনা হয়েছিল আমার। তাকে বলেছিলাম, যা কিছুই হোক, স্পোর্তিংয়ে এটাই আমার শেষ মৌসুম। মৌসুম শুরু হলো, খুব ভালো করতে থাকলাম আমরা। এরপর দৃশ্যপটে ইউনাইটেডের আবির্ভাব হলো।”
খেলোয়াড়ি জীবনে বলার মতো কিছু নেই আমুরির। পর্তুগালের হয়ে ১৪ ম্যাচ খেলা এই মিডফিল্ডার ৩২ বছর বয়সেই অবসর নিয়ে পরের বছর কোচিংয়ে নাম লেখান। ২০২০ সালে স্পোর্তিংয়ে দায়িত্ব নেন তিনি। তার অধীনে গত চার মৌসুমে দুবার লিগ ও দুবার লিগ কাপ জিতেছে ক্লাবটি।
আগামী মঙ্গলবার আমুরির কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে স্পোর্তিং। এরপর ১০ নভেম্বর পর্তুগিজ লিগে ব্রাগার মুখোমুখি হবে তারা। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমাবেন আমুরি।
মন্তব্য করুন: