বন্যার কারণে লা লিগা স্থগিত রাখার আহ্বান বার্সা কোচের
২ নভেম্বর ২০২৪
হানসি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে কাতালান ক্লাবটি। তবে স্পেনের ভালেন্সিয়ায় ভয়াবহ বন্যার মাঝে নিজেদের পরের ম্যাচে নামার আগে সব ধরনের খেলাধুলা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ফ্লিক।
রোববার দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজেদের সবশেষ ২৬ ম্যাচের একটিতেও হারেনি তারা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আমি জানি বার্সা-এস্পানিওল ডার্বির মূল্য কতখানি। এটা নিশ্চিতভাবেই কঠিন একটা ম্যাচ হতে চলেছে। দারুণ একটা সপ্তাহ কাটানোর পর আগামীকাল আরও শক্তিশালীভাবে নিজেদের শতভাগ দেওয়াটা জরুরি।”
অন্যদিকে বন্যার কারণে ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের এ সপ্তাহের ম্যাচটি স্থগিত করা হয়েছে। রয়টার্স বলছে, স্পেনের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ২১১ জন মারা গেছে। নিখোঁজ অনেকেই।
এমন প্রাকৃতিক দুর্যোগের সময় ফুটবল খেলা নিয়ে নিজের উদ্বিগ্নের কথা জানান ফ্লিক। তিন বছর আগে নিজ দেশ জার্মানিতে হওয়া বন্যার কথা স্মরণ করে তিনি বলেন, “আমি হলে এটা স্থগিত রাখতাম কারণ এটা ভালেন্সিয়া ও পুরো স্পেনের জন্য বড় একটি দুর্যোগ। আমরা ফেররান তোরেসের সঙ্গে কথা বলেছি। সে এই অঞ্চলে থাকে। খেলা চালিয়ে যাওয়া উচিত কি না, এটা ঠিক করা সহজ নয়।”
“আমার কাছে এটা একটা দুর্যোগ। তিন বছর আগে জার্মানিতে যা হয়ে প্রায় সে রকম। এটা ভয়াবহ। সাহায্য করতে যা কিছু দরকার আমরা তা করব। বাকিটা লা লিগার সিদ্ধান্ত।”
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে এস্পানিওল।
মন্তব্য করুন: