টেন হাগের বিদায়ে নিজেদের দায় দেখছেন ফের্নান্দেস
৪ নভেম্বর ২০২৪
টানা ব্যর্থতার দায়ে গত সপ্তাহে এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দলের হতাশাজনক পারফরম্যান্সে কোচের চাকরি চলে যাওয়ার পেছনে নিজের ও সতীর্থদেরও দায় দেখছেন ব্রুনো ফের্নান্দেস। সেই দায় স্বীকার করে ডাচ কোচের কাছে ক্ষমা চেয়েছেন ইউনাইটেড অধিনায়ক।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টেন হাগের অধীনে ৯ ম্যাচে ৪টিতেই হেরেছিল ইউনাইটেড। জয় মাত্র ৩টিতে। অনেক আলোচনা-সমালোচনা পর শেষ পর্যন্ত গত ২৮ অক্টোবর তাকে বরখাস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি।
এরপর অন্তর্বর্তী কোচ হিসেবে সহকারী কোচ রুড ফন নিস্টলরয়কে দায়িত্ব দেওয়া হলেও দ্রুতই স্থায়ী কোচ হিসেবে পর্তুগালের রুবেন আমুরিকে নিয়োগ দেয় ইউনাইটেড। স্পোর্তিং লিসবনের এই কোচের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে তারা। আগামী সোমবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব পালন শুরু করবেন ৩৯ বছর বয়সী এই কোচ।
নতুন কোচ দায়িত্ব নেওয়ার আগে নিস্টলরয়ের অধীনে প্রথম ম্যাচে লিগ কাপে লেস্টার সিটির বিপক্ষে বড় জয় পায় ইউনাইটেড। তবে প্রিমিয়ার লিগে রোববার চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।
ঘরের মাঠে এই ম্যাচে পেনাল্টি থেকে ইউনাইটেডের হয়ে গোলটি করেন ফের্নান্দেস। ম্যাচ শেষে টেন হাগের বিদায়ের দায় নিজেদের কাঁধে নিয়ে এই পর্তুগিজ মিডফিল্ডার বলেন, “যখনই কোনো ম্যানেজারকে চলে যেতে হয়, এর কিছুটা দায় আমাদের নিজেদের ওপরও পড়ে। কারণ গোটা দলই তো ভালো করতে পারছ না।”
“১৫ জন ফুটবলারকে বাদ দেওয়ার চেয়ে ম্যানেজারকে সরিয়ে দেওয়া সহজ। ম্যানেজারের (টেন হাগ) সঙ্গে কথা বলেছি আমি এবং ক্ষমা চেয়েছি। তাকে চলে যেতে হওয়ায় আমি হতাশ ছিলাম এবং তাকে সহায়তা করতে চেয়েছি। আমি গোল করতে পারছিলাম না। আমরা গোল করতে পারছিলাম এবং নিজেকে দায়ী মনে হয়েছে আমার।”
দল ভালো খেলতে না পারার খেসারত কেবল টেন হাগকে দিতে হওয়ায় ব্যথিত ফের্নান্দেস বলেন, “ম্যানেজারকে বিদায় নিতে হওয়া মানে ক্লাবের কারও জন্যই তা ভালো ব্যাপার নয়। দল সেরা অবস্থায় নেই, খুব ভালো ফল করতে পারছে না এবং এর খেসারত কেবল তাকেই দিতে হয়েছে।”
১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকা ১৩ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
মন্তব্য করুন: