বার্সা-বায়ার্নের জয়ের রাতে হেরে গেছে আর্সেনাল
৭ নভেম্বর ২০২৪
চলতি মৌসুমে প্রতিপক্ষকে গুঁড়িয়ে বার্সেলোনার জয়রথ যেন চলছেই। রবের্ট লেভানডফস্কির জোড়া গোলে এবার চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে তারা। আগের ম্যাচে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়া বায়ার্ন মিউনিখও ফিরেছে জয়ে। অন্য ম্যাচে ইন্টার মিলানের কাছে হেরে গেছে আর্সেনাল।
বুধবার সার্বিয়ার ক্লাব বেলগ্রেডের মাঠে ৫-২ গোলের জয় পায় বার্সেলোনা। লেভানডফস্কির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন ইনিগো মার্তিনেস, রাফিনিয়া ও ফের্মিন লোপেস।
মোনাকোর কাছে হেরে আসর শুরু করা হানসি ফ্লিকের দল পরের তিন ম্যাচের সবকটিতেই প্রতিপক্ষের জালে ৪ বা তার চেয়ে বেশি গোল দিয়ে ম্যাচ জিতেছে। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম ইউরোপ সেরার প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে ৪ বা এর বেশি গোল করল কাতালান দলটি।
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে টানা জয়ের পথে প্রতিপক্ষে জালে ২৯ বার বল জড়াল ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া দলটি। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে বার্সেলোনা।
আরেক ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন। আসরে টানা দুই ম্যাচ হারের পর ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন জামাল মুসিয়ালা।
দিনামো জাগরেবকে ৯-২ গোলে উড়িয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করা বায়ার্ন পরের ম্যাচে হারে অ্যাস্টন ভিলার কাছে। নিজেদের তৃতীয় ম্যাচে বার্সেলোনার কাছে তারা বিধ্বস্ত হয় ৪-১ গোলের বড় ব্যবধানে।
চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৭ নম্বরে আছে ভিনসেন্ট কোম্পানির দল।
রাতের অন্য ম্যাচে ইন্টারের মাঠে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। সান সিরোয় ম্যাচে শুরু থেকেই একের পর এক আক্রমণে চালাতে থাকে মিকেল আর্তেতার দল। তবে স্বাগতিকদের শক্ত রক্ষণ ও নিজেদের দুর্বল ফিনিশিংয়ে গোলের দেখা পায়নি তারা। উল্টো বিরতির আগ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে বসে ইংলিশ ক্লাবটি।
পুরো ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখা আর্সেনাল গোলের জন্য শট নেয় ২০টি। তবে লক্ষ্যে রাখতে পারে মাত্র ৪টি। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে নিজের সবশেষ দুই ম্যাচের দুটিতেই হারল তারা। ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে আর্তেতার দল।
অন্যদিকে পিএসজির মাঠে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচ ড্রয়ের দিকেই এগুচ্ছিল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আনহেল কোররেয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
আসরে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফেরা স্প্যানিশ ক্লাবটি চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ২৩ নম্বরে অবস্থান করছে। ৪ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে পিএসজি।
মন্তব্য করুন: