আবারও চোটে ছিটকে গেলেন নেইমার
৭ নভেম্বর ২০২৪
দীর্ঘ চোট কাটিয়ে সপ্তাহ দুয়েক আগেই আল-হিলালের হয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। এবার নতুন করে চোটে পড়ে আবারও চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। হ্যামস্ট্রিংয়ের চোটে কমপক্ষে এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি।
গত সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। কিন্তু পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড।
বুধবার সামাজিক যোগাযোগ মধ্যম এক্সে আল-হিলাল জানায়, স্ক্যানের পর নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ৩২ বছর বয়সী এই তারকা।
এর আগে হাঁটুর গুরুতর চোট কাটিয়ে গত ২১ অক্টোবর আল-হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর চোটে পড়েন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। পরের মাসে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের (এসিএল) চোট থেকে সেরে উঠতে তার অস্ত্রোপচার করা হয়।
পিএসজি থেকে গত বছর আগস্টে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আল-হিলালে যোগ দেন নেইমার। চোটের কারণে সৌদি প্রো লিগের দলটির হয়ে এখন পর্যন্ত মোট ৭টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি।
মন্তব্য করুন: