লিভারপুলের দুর্দান্ত শুরুতে অবাক হচ্ছেন না নতুন কোচ
৮ নভেম্বর ২০২৪
নতুন কোচ আর্নে স্লটের অধীনে চলতি মৌসুমে দুর্বার গতিতে ছুটে চলেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। তবে দলের এমন শুরু নিয়ে মোটেও অবাক হচ্ছেন না স্লট। এমনটাই হওয়ার ছিল বলে দাবি করেছেন এই ডাচ কোচ।
গত মৌসুম শেষে ৯ বছর পর লিভারপুলের দায়িত্ব ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। সে সময় অনেকেই লিভারপুলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত ছিল। কিন্তু নতুন কোচের অধীনেও আগের মতোই পারফরম্যান্স ধরে রেখেছে তারা। আর এর কৃতিত্ব ক্লপের রেখে যাওয়া দলকেই দিচ্ছেন স্লট।
শনিবার প্রিমিয়ার লিগে শীর্ষস্থান পাকাপোক্ত করার অভিযানে তালিকার ছয়ে থাকা অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের দারুণ ধারাবাহিকতা নিয়ে বিস্মিত না হওয়ার কারণ জানান স্লট।
“আমি বলব না আমি অবাক হয়েছি, কারণ আমি আমাদের দলের মান সম্পর্কে জানতাম। তবে মান একটি বিষয়, ধারাবাহিকতা আরেকটি। আমি অবাক হইনি কারণ আমি দেখেছি আমার খেলোয়াড়রা প্রতিদিন কতটা শক্তি ব্যয় করে।”
“কখনও কখনও সামান্য ভাগ্যেরও সহায়তা পাওয়া যায়। আমাদের বেশিরভাগ ফল প্রাপ্য ছিল। তবে কিছু ক্ষেত্রে কষ্টে জয় এসেছে। যখন আমি তাদের সঙ্গে কাজ শুরু করি, আমি দেখেছি তারা এই ফল অর্জনের জন্য কতটা চেষ্টা করে।”
স্লটের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬টি ম্যচের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে আছে ২ পয়েন্টে।
অন্যদিকে ৩৬ দল নিয়ে আনুষ্ঠিত নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচের সবকটিতে জিতে স্লটের দল আছে পয়েন্ট তালিকার সবার ওপরে।
মন্তব্য করুন: