নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত রিয়াল: আনচেলত্তি
৮ নভেম্বর ২০২৪
লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছেও হেরেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের সবশেষ দুই ম্যাচে গোল হজম করেছে ৭টি। বাজে সময়কে পেছনে ফেলতে দল ভিন্ন আঙ্গিকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। এজন্য শিষ্যদের কাছ থেকে তিনি আশা করছেন ইতিবাচক প্রতিক্রিয়া।
লিগে নিজেদের সবশেষ ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারে রিয়াল। এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠে মিলানের কাছে হারে ৩-১ গোলে। এই ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষণে দুর্বলতা এবং আক্রমণভাগে ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়ে ওঠে।
শনিবার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল। এই ম্যাচ দিয়েই নতুন ধরনের ফুটবল খেলে তারা ঘুরে দাঁড়াতে চায় বলে জানান রিয়াল কোচ।
“ওসাসুনা খুব ভালো করছে, সাহসী ফুটবল খেলছে এবং লিগ টেবিলে ভালো অবস্থানে রয়েছে। আমরা আগামীকালকে সঠিকভাবে ফিরে আসার একটি বড় সুযোগ হিসেবে দেখছি... বর্তমান পরিস্থিতি অবশ্যই কঠিন। আমাদের কাছে সেরা অবস্থানে ফিরে যাওয়ার সুযোগ রয়েছে।”
“আমরা পরিস্থিতি বিশ্লেষণ করেছি। আমরা মনে করি সমাধান খুঁজে পেয়েছি, তবে এটি বাস্তবে দেখতে হবে। আমরা কালকে একটি ভিন্ন সংস্করণ দেখতে চাই। আমি দলকে ঐক্যবদ্ধ, অনুপ্রাণিত ও সচেতন দেখতে পাচ্ছি। কিন্তু সঠিকভাবে আমরা তা কাজে লাগাতে পারব কি না, তা দেখতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
দলের বাজে সময়ের পাশাপাশি ছন্দে নেই কিলিয়ান এমবাপ্পেও। গত দুই ম্যাচে গোলের বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এই ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মাত্র একটি গোল করেছেন তিনি। তবে এই পরিস্থিতি থেকে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্রুতই বেরিয়ে আসতে পারবে বিশ্বাস আনচেলত্তির।
“সে ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছে, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে... আমাদের সবার মতোই। এবং আমাদের মতো তাকেও মনে করতে হবে যে এটি একটি সুযোগ। সে যদি বুদ্ধিমানের মতো ব্যবহার করে তাহলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। তবে এর জন্য আরও বেশি মনোযোগ ও মনোবলের প্রয়োজন।”
১১ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
মন্তব্য করুন: