ভিনিসুসের হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল
৯ নভেম্বর ২০২৪
ঘরের মাঠে টানা দুই ম্যাচে বাজেভাবে হেরেছিল রিয়াল মাদ্রিদ। দলের পারফরম্যান্স নিয়েও চলছিল সমালোচনা। জয়ে ফেরার তাড়নায় আক্রমণের ঝড় তোলা লা লিগা চ্যাম্পিয়নরা ভিনিসুস জুনিয়রের হ্যাটট্রিকে ওসাসুনাকে গুঁড়িয়ে জয়ে ফিরেছে।
শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগ ম্যাচে ওসাসুনা ৪-০ গোলে হারায় রিয়াল। জয়ে ফেরার দিন চলতি মৌসুমে দলের হয়ে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন জুড বেলিংহ্যাম।
তবে দুঃসংবাদও আছে রিয়াল শিবিরে। ২০তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এর মিনিট দশেক পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।
লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে বের্নাবেউয়ে এসি মিলানের কাছে ৩-১ গোলে হারে কার্লো আনচেলত্তির দল।
ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে দল নতুন ধরনের ফুটবল খেলবে বলে ম্যাচের আগের দিন জানিয়েছিলেন রিয়াল কোচ। মাঠের পারফরম্যান্সে তাই যেন করে দেখাল ভিনিসুস-বেলিংহ্যামরা। ৩৪তম মিনিটে বেলিংহ্যামের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ভিনিসুস। ৪২তম মিনিটে চলতি মৌসুমে রিয়ালের হয়ে নিজের প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম।
৬১তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসুস। মাঝমাঠে গোলরক্ষক আন্দ্রে লুনিনের কাছ থেকে পাওয়া বল নিয়ে একক প্রচেষ্টায় তা জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আট মিনিট পর গোলরক্ষককে কাটিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
তবে বেলিংহ্যাম-ভিনিসুসের নৈপুণ্যের দিনে বিবর্ণ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। গোলের বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ফরাসি এই তারকা।
১২ ম্যাচে ৮ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আনচেলত্তির দল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
মন্তব্য করুন: