৯ মাসের জন্য মাঠের বাইরে মিলিতাও
১০ নভেম্বর ২০২৪
ভিনিসুস জুনিয়রের হ্যাটট্রিকে ওসাসুনাকে গুঁড়িয়ে দুর্দান্তভাবে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে টানা দুই ম্যাচ হারের পর জিতেও স্বস্তিতে নেই লা লিগা চ্যাম্পিয়নরা। ম্যাচে এসিএলের চোটে পড়েছেন এদের মিলিতাও। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে।
শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগ ম্যাচে ওসাসুনাকে ৪-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের ৩০তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মিলিতাও।
পরীক্ষা-নিরীক্ষার পর এক বিবৃতিতে রিয়াল জানায়, ডান হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে মিলিতাওয়ের। কয়েকদিনের মধ্যে তার অস্ত্রোপচার করানো হবে।
এর আগে গত বছর আগস্টে বাঁ হাঁটুর এসিএলের চোটে পড়েছিলেন মিলিতাও। সেবার চোট থেকে সেরে উঠে মাঠে ফিরতে তার ২৩২ দিন সময় লেগেছিল।
এবারের চোটে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি রিয়াল কর্তৃপক্ষ। তবে কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন বলছে, প্রায় ৯ মাসের মতো তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
চলতি মৌসুমে এই নিয়ে এসিএলের চোটে পড়া রিয়ালের দ্বিতীয় ফুটবলার মিলিতাও। এর আগে গত অক্টোবরে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে একই ধরনের চোটে পড়ে পুরো মৌসুম থেকে ছিটকে যান আরেক ডিফেন্ডার দানি কারভাহাল।
মিলিতাওয়ের আগে ২০তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। এছাড়াও প্রথমার্ধে পায়ে সমস্যা অনুভূত হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর মাঠে নামনেনি লুকাস ভাসকাস। ধারণা করা হচ্ছে, এই দুই ফুটবলারকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
কারভাহাল ছাড়াও চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার অরলিয়েঁ চুয়ামেনি ও ডিফেন্ডার দাভিদ আলাবা। এবার এই তালিকায় যোগ হলেন আরও তিন ফুটবলার।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২৪ নভেম্বর লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে রিয়াল। বর্তমানে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
মন্তব্য করুন: