টানা ৪ ম্যাচ হেরে ব্যস্ত সূচিকে দুষছেন গুয়ার্দিওলা

১০ নভেম্বর ২০২৪

টানা ৪ ম্যাচ হেরে ব্যস্ত সূচিকে দুষছেন গুয়ার্দিওলা

মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল। টানা জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেও ছিল। তবে মাঝপথেই যেন খেই হারিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোটে জর্জরিত দল হেরেছে তাদের সবশেষ ৪ ম্যাচেই। আর দলের এমন ছন্দপতনে চোটের সমস্যাকে বড় কারণ হিসেব দেখার পাশাপাশি ব্যস্ত সূচিকেও দায়ী করেছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হারে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ২০০৬ সালের পর এবারই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচ হারল সিটি।

অন্যদিকে কোচ হিসেবেও প্রথমবারের টানা ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলেন গুয়ার্দিওলা। ২০০৭ সালে কোচিং শুরুর পর কখনোই এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি এই স্প্যানিশ কোচকে।

মৌসুমের শুরু থেকে অপরাজেয় থাকা সিটির পথচলায় ছন্দপতনের শুরুটা হয় গত ৩০ অক্টোবর। টটনাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয় তারা। এরপর লিগ ম্যাচে বোর্নমাউথের মাঠে ২-১ গোলে হেরে যায়। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় গুয়ার্দিওলার দল। এবার তারা হেরে গেল শক্তিমত্তায় পিছিয়ে থাকা ব্রাইটনের কাছেও।

ম্যাচ শেষে পূর্ণ শক্তির দল না পাওয়ার আক্ষেপ নিয়ে গত চার মৌসুমে সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো গুয়ার্দিওলা বলেন, “মানুষ এটাই (সিটির পরাজয়) চায়, তাই না? এটা স্বাভাবিকআমরা অনেক কিছু জিতেছি। আমি শুধু দলের সবাইকে প্রস্তুত অবস্থায় পেতে চাই।”

চোটের কারণে ইতোমধ্যেই মৌসুম শেষ হয়ে গেছে সিটির মাঝমাঠের ভরসা ও এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি। চোটের কারণে বাইরে আছে দলের চার গুরুত্বপূর্ণ সদস্য রুবেন দিয়াস, জন স্টোনস, মানুয়েল আকাঞ্জি ও ন্যাথান আকে। চোট কাটিয়ে দলের অন্যতম সদস্য কেভিন ডি ব্রুইনা মাঠে ফিরলেও এখনও নিজের সেরা অবস্থানে নেই।

সব মিলিয়ে চোট জর্জরিত দল নিয়ে ব্যস্ত ও ঠাসা সূচিতে নিজেদের মানিয়ে নিতে পারছে না জানান সিটি কোচ। তবে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নন তিনি।

“আমাদের যে অবস্থা, তাতে আমরা তিন দিন, চার দিন, তিন দিন পরপর এটা (ম্যাচ খেলতে ও জিততে) পারছি না। আমি সব খেলোয়াড়কে ফিরে পেতে চাই। যখন আমরা খারাপ খেলি, তখন আমিই প্রথমে বলি, ‘ওহ, ওহ, আমি এটা পছন্দ করছি না।’ কিন্তু তেমনটা মনে হচ্ছে না।”

প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে সিটি। অন্যদিকে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ২ জয়ে ৭ পয়েন্ট নিয়ে গুয়ার্দিওলার দলের অবস্থান ১০ নম্বরে।

মন্তব্য করুন: