সোসিয়েদাদের কাছে হারে ভিএআরের দায় দেখছেন বার্সা কোচ
১১ নভেম্বর ২০২৪
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে দুর্দান্ত প্রতাপের সঙ্গে এগিয়ে চলছিল বার্সেলোনা। প্রতিপক্ষের জালে গোল বন্যা বইয়ে টানা সাত ম্যাচ জিতেছিল তারা। কিন্তু লিগ ম্যাচে শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা রিয়াল সোসিয়াদাদের কাছে ১-০ গোলে হেরে গেছে হানসি ফ্লিকের দল। আর ম্যাচ শেষে ভিএআরের সিদ্ধান্তে নিজেদের গোল বাতিল হওয়ার সমালোচনা করেছেন বার্সেলোনা কোচ।
রোববার সোসিয়াদাদের মাঠে ম্যাচের ১৪তম মিনিটে বল জালে জড়ান রবের্ট লেভানডফস্কি। তবে অফসাইডের শঙ্কায় সেটি ভিএআরের কাছে পাঠান রেফারি। কিন্তু শুরুতে তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এরপর সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজিতে দেখা যায় লেভানডফস্কির বুটের সামনের সামান্য অংশ অফসাইডে ছিল। পরে সেটি বাতিল করা হয়।
৩৩তম মিনিটের গোল করে এগিয়ে যায় সোসিয়াদাদ। শেষ পর্যন্ত সেই গোলেই ম্যাচ জেতে তারা।
ম্যাচ শেষে বার্সেলোনার স্ট্রিমিং প্ল্যাটফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিএআরের সিদ্ধান্তের সমালোচনা করে ফ্লিক বলেন, “এটা একদমই ভুল সিদ্ধান্ত ছিল। আমি ছবিটি দেখেছি। এটা একদম পরিষ্কার ছিল। তবে আমাদের এটা মেনে নিতে হবে।”
“এটা রেফারির ভুল ছিল না। দিন শেষে আমরা সবাই মানুষ। আমরা সবাই ভুল করি এবং আজকেরটা অনেক বড় ভুল ছিল।”
ফ্লিককে বিরতির সময় রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায়। সে সময় এই জার্মান কোচ রেগে ছিলেন না জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “আমি তাকে শুধু বলেছিলাম এটা গোল ছিল। এটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা অফসাইড ছিল না।”
“তবে এটা তার ভুল ছিল না। আমাদেরকে এটা মেনে নিতে হবে। এটা না হলে আমরা ১-০ তে এগিয়ে থাকতাম। ম্যাচটি ভিন্ন হতে পারত। শেষ পর্যন্ত এটা হয়নি। দিনটি আমাদের ছিল না।”
১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে ফ্লিকের দল।
মন্তব্য করুন: