ম্যানচেস্টার ইউনাইটেডে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নতুন কোচ আমুরি

১১ নভেম্বর ২০২৪

ম্যানচেস্টার ইউনাইটেডে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নতুন কোচ আমুরি

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার আগে জয় দিয়ে স্পোর্তিং লিসবনের কোচের দায়িত্ব শেষ করেছেন রুবেন আমুরি। ওল্ড ট্র্যাফোর্ডে যে তার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সেটি জানেন এই পর্তুগিজ কোচও। তবে পর্তুগাল থেকে ইংল্যান্ডে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

রোববার পর্তুগিজ লিগে আমুরির শেষ ম্যাচে ব্রাগাকে - গোলে হারায় স্পোর্তিং। প্রথমার্ধে - গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।

গত ২৮ অক্টোবর এরিক টেন হাগকে বরখাস্ত করার কয়েকদিন পর স্থায়ী কোচ হিসেবে আমুরিকে নিয়োগ দেয় ইউনাইটেড। সোমবার স্পোর্তিং থেকে ৩৯ বছর বয়সী এই কোচের প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের জুন পর্যন্ত রেড ডেভিলদের দায়িত্বে থাকার চুক্তি করেছেন তিনি।

পর্তুগালে কোচ হিসেবে নিজের শেষ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আমুরি বলেন, “আমি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমি জানি, এটা খুব আলাদা এবং কঠিন হবে। তবে আমি এখন ঝামেলামুক্ত আছি। আমার নতুন কাজে মনোযোগ দিতে পারব এবং আগামীকাল শুরু করার অপেক্ষায় আছি।

২০২০ সালে স্পোর্তিংয়ের দায়িত্ব নেন আমুরি। তার অধীনে গত চার মৌসুমে দুবার লিগ দুবার লিগ কাপ জিতেছে ক্লাবটি। চলতি মৌসুমে তার অধীনে লিগের ১১ ম্যাচের সবকটিতে জিতেছে তারা। তবে মৌসুমের মাঝপথে দলের দায়িত্ব ছাড়ায় ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আমুরি।

আমি জানি, আমি এখানে যা অর্জন করেছি তা অন্য কোথাও পুনরায় করা কঠিন হবে।... এটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। এই মৌসুমের মাঝপথে চলে যাওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমার মনে হয়েছে এটাই আমার সময়।

প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড। টেন হাগ বরখাস্ত হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয় ইউনাইটেডের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে তিনটি জয় একটি ড্র করেছে তারা।

আগামী ২৪ নভেম্বর ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আমুরি।

মন্তব্য করুন: