মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ
১৩ নভেম্বর ২০২৪
মালদ্বীপের বিপক্ষে টানা তিন ম্যাচ অপরাজিত থেকে মাঠে নেমেছিল বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতেও থাকে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। উল্টো প্রথমার্ধে হজম করা গোলে শেষ পর্যন্ত হেরে গেছে হাভিয়ের কাবরেরা দল।
বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে হারে বাংলাদেশ। ১৮তম মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বল হেড থেকে জালে জড়ান আলী ফাসির।
এর আগে মালদ্বীপের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ।
এদিন জাতীয় দলের হয়ে অভিষেক হয় ডিয়েন্ডার শাকিল আহাদ তপুর। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া সন্তাননম্ভবা স্ত্রীর পাশে থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন আরেক ডিফেন্ডার তপু বর্মন।
ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটি আক্রমণে যায় স্বাগতিকরা। কিন্তু মোরসালিনের শট এক ডিফেন্ডার কোনোমতে পা দিয়ে আটকে দেন। এরপর এই ফরোয়ার্ড ফিরতি শট প্রতিহত করেন আরেকজন।
১৫তম মিনিটে ফাহিমের ক্রস থেকে ভালো জায়গায় বল পেয়েও তা কাজে লাগাতে পারেননি আরেক ফরোয়ার্ড রাকি হোসেন। এর মিনিট দুয়েক পরেই গোল হজম করে বাংলাদেশ।
সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা সুযোগ পায় দুই মিনিটের মধ্যেই। কিন্তু তা কাজে লাগাতে পারেননি সোহেল রানা। উল্টো ৩০তম মিনিটে তপু বর্মনের ভুলে আরেকটি গোল খেতে বসেছিল তারা। কিন্তু আরেক ডিফেন্ডার তপুর চেষ্টায় তা আর হয়নি। বিরতির আগে সোহেলের বুলেট গতির শট ফিরে পোস্টে লেগে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও গোলের বেশ কিছু সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু কখনও বাজে ফিনিশিং কিংবা পোস্টে লেগে ফিরে আসায় তা আর হয়নি। শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
একই ভেন্যুতে আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
মন্তব্য করুন: