চোটের ধাক্কা নেইমারকে আরও শক্তিশালী করবে: ব্রাজিল কোচ

১৪ নভেম্বর ২০২৪

চোটের ধাক্কা নেইমারকে আরও শক্তিশালী করবে: ব্রাজিল কোচ

চোট কাটিয়ে এক বছরের বেশি সময় পর মাঠে ফেরার পরও নেইমারকে ব্রাজিল দলে রাখেননি কোচ দরিভাল জুনিয়র। আরও ভালোভাবে ফিট হয়ে উঠতে দলের অন্যতম এই তারকাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু ফিট হয়ে ওঠার বদলে নতুন করে আবারও চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের বিশ্বাস, এসব চোটের ধাক্কা নেইমারকে আরও শক্তিশালী করে তুলবে।

ব্রাজিলের জার্সিতে গত বছরের ১৭ অক্টোবর সবশেষ খেলেছেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে ছিটতে যান তিনি। চোট কাটিয়ে গত ২১ অক্টোবর আল-হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নামেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে গত ৪ নভেম্বর সৌদি প্রো লিগের দলটির হয়ে মৌসুমে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এ দফায় চোট থেকে সেরে উঠতে তাকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

অবশ্য এর আগেই নেইমারকে ছাড়া ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রাখেননি দরিভাল। সে সময় ব্রাজিল কোচ জানিয়েছিলেন, চোটপ্রবণ এই ফরোয়ার্ডকে তিনি আরও সময় দিতে চান।

এই দুই ম্যাচের পর আগামী মার্চের আগ পর্যন্ত আর কোনো ম্যাচ খেলবে না ব্রাজিল। ফলে নেইমারকে দলের সঙ্গে পেতে কোনো তাড়া নেই ব্রাজিল কোচের। দেশটির সর্বোচ্চ গোলদাতাকে পুরো ফিট হিসেবে পাওয়ার অপেক্ষায় আছে তারা।

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে দরিভাল বলেন,নেইমারের ফেরা, এটা পর্যায়ক্রমে হচ্ছে। এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়া কখনোই সহজ নয়। এসব তাকে আরও শক্তিশালী দৃঢ় করবে। কেউই চায় না এমন হোক। কিন্তু হয়ে গেছে। আমাদের সবার ভরসা আছে তার ওপর এবং তার দ্রুত ফেরার জন্য প্রার্থনা করছি।

সব কিছু ঠিক থাকলে, আগামী বছর মার্চে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে আবার দেখা যাবে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পরের ম্যাচে আগামী ১৯ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দরিভালের দল। রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে চোট পাওয়ায় এই দুই ম্যাচে রদ্রিগোকে পাবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন: