প্যারাগুয়ের গ্যালারিতে নিষিদ্ধ আর্জেন্টিনার জার্সি
১৪ নভেম্বর ২০২৪
প্যারাগুয়ের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় স্বাগতিক গ্যালারিতে বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি নিষিদ্ধ করার ঘটনাটি। তবে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এপিএফ) নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বাগতিকদের গ্যালারিতে লিওনেল মেসির জার্সি দেখা যাবে বলে মনে করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় শুক্রবার ভোড় সাড়ে ৫টায় প্যারাগুয়ের আসুনসিওনে মাঠে নামবে দু’দল।
ম্যাচের আগেই গ্যালারিতে স্বাগতিক দর্শকদের জন্য আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করে বাড়তি উত্তাপ ছড়িয়েছে এপিএফ। বুধবার সংস্থাটির ব্যবস্থাপক ফের্নান্দো ভিয়াসবোয়া স্থানীয় দর্শকদের শুধু প্যারাগুয়ের জার্সি পরে আসার কথা বলেন। এছাড়া আর্জেন্টিনার বা কোনো আর্জেন্টাইন ক্লাব কিংবা অন্য দেশের ফুটবলারের নাম সংযুক্ত ক্লাবের জার্সি পরিহিত কাউকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন।
“আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো জার্সি পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জার্সি নিষিদ্ধ করার বিষয়ে কিছু জানেন না জানিয়ে প্যারাগুয়ে কোচ বলেন, “জার্সি নিষিদ্ধ করা নিয়ে আমার কিছু করার নেই। এটা নিয়ে কোনো ধারণাই নেই আমার। আমার ধারণা, সম্ভাব্য সংঘর্ষের মাত্রা কমানোর জন্য এটা করা হতে পারে।”
“মেসি কালকে আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে পরের ম্যাচের জন্য তাকে শুভ কামনা জানাই যে, জীবনের সেরা ম্যাচটি খেলুক। কিন্তু আগামীকাল নয়।”
তবে বিশ্বব্যাপী মেসির যে জনপ্রিয়তা, তা এই ম্যাচের গ্যালারিতেও ফুটে উঠবে বলে মনে করা আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, “যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও (মেসি) তো এসবের চেয়েও শক্তিশালী এবং অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবে।”
“এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। আমার মতে, ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।”
১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে প্যারাগুয়ে।
মন্তব্য করুন: