গোলের পর জয়ের তালিকার শীর্ষে রোনালদো
১৬ নভেম্বর ২০২৪
অনেক দিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। তার দুর্দান্ত নৈপুণ্যে উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডকে গুঁড়িয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল।
শুক্রবার রাতে ঘরের মাঠে পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল ছাড়াও একটি গোলে সহায়তা করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২টি জয় পেলেন পর্তুগিজ অধিনায়ক।
রোনালদোর সঙ্গে এতদিন এই তালিকায় শীর্ষস্থান ভাগাভাগি করছিলেন তার দীর্ঘ দিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ সের্হিও রামোস। স্পেনের হয়ে ২০২১ সালে সবশেষ মাঠে নামা এই ডিফেন্ডার তার ক্যারিয়ার শেষ করেন ১৩১ জয় নিয়ে।
পোলিশদের বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করেন রোনালদো। এরপর ৮৭তম মিনিটে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। এই দুই গোলে এবারের নেশন্স লিগের ‘এ’ লিগে ৫ গোল নিয়ে সবার ওপরে আছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করার রেকর্ড আগে থেকেই রোনালদোর দখলে। ২১৭ ম্যাচে এই ফরোয়ার্ডের গোল এখন ১৩৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ১১২ গোল লিওনেল মেসির। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ম্যাচ খেলেছেন ১৯০টি।
মন্তব্য করুন: