শেষ মুহূর্তের গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ
১৬ নভেম্বর ২০২৪
মালদ্বীপের কাছে প্রথম ম্যাচে হারের পর সমতায় শেষ হওয়ার পথে ছিল দ্বিতীয় ম্যাচ। তবে যোগ করা সময়ে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দিলেন পাপন সিং। আর এতেই মালদ্বীপকে হারিয়ে বছরটা শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে বিরতির আগে সমতায় ফেরান মজিবর রহমান জনি। আর শেষটা রাঙান পাপন।
এর আগে প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ১৬৩ নম্বরে থাকা মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।
এদিন ম্যাচের ২৪তম মিনিটে আলী ফাসিরের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ভুলের সুযোগে সতীর্থ কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন প্রথম ম্যাচে গোল করা এই ফরোয়ার্ড।
সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ম্যাচের ৪০তম মিনিটে প্রথমবারের মতো ভালো একটি আক্রমণে যায়। তবে রাকিব হোসেনের ক্রস থেকে নেওয়া ফয়সাল আহমেদ ফাহিমের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি শটে তা ক্রসবারের ওপর দিয়ে মারেন শেখ মোরসালিন।
এর মিনিট তিনেক পরেই স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান জনি। সতীর্থের কাছ থেকে পাওয়া বল মালদ্বীপের বেশ কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে শট নিয়ে তা জালে জড়ান এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু রাকিবের নেওয়া শট দারুণ দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন গোলরক্ষক। ৮৪তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা।
তবে ৭ মিনিটের যোগ করা সময়ে আর ভুল করেননি পাপন। চতুর্থ মিনিটে ইমনের ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান বদলি হিসেবে নামা এই মিডফিল্ডার।
এই জয়ে চলতি বছরে খেলা ৮ ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। হেরেছে বাকি ৬টিতে। সবশেষ জয়টি আসে গত সেপ্টেম্বরে, ভুটানের বিপক্ষে।
মন্তব্য করুন: