ফ্রান্স দলে এমবাপ্পেকে না দেখে অবাক ইতালির গোলরক্ষক
১৭ নভেম্বর ২০২৪
গত মাস থেকে ফ্রান্সের উয়েফা নেশন্স লিগের দলে নেই কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশমও দলের সবচেয়ে বড় তারকাকে বাদ দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি। আর ফরাসি এই ফরোয়ার্ডের দলে না থাকা অবাক করেছে ইতালির গোলরক্ষক জানলুইজি দেন্নারুম্মাকে।
রোববার ঘরের মাঠ সান সিরোয় নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ইতালি। দু’দলই ইতোমধ্যে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে। দুই বা তার বেশি গোলের ব্যবধানে হার এড়াতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার-ফাইনালে যাবে ইতালি।
অন্যদিকে নেশন্স লিগের গত মাসের দুই ম্যাচের জন্য এমবাপ্পেকে দলের বাইরে রেখেছিলেন দেশম। এবার চলতি মাসের ম্যাচ দুটির জন্যও দলে রাখেননি ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকাকে।
ফ্রান্স দলে সাবেক পিএসজি সতীর্থ এমবাপ্পেকে না দেখে বিস্ময় প্রকাশ করা দেন্নারুম্মা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, “হ্যাঁ, আমি জানি না অন্য স্কোয়াডে কী সিদ্ধান্ত নেওয়া হয়। আমি জানি না এখানে কী ঘটেছে, তবে এটা নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ অনুপস্থিতি।”
তবে এমবাপ্পে না থাকলেও তার সতীর্থরা ইতালির জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন বলে মনে করেন দেন্নারুম্মা।
“আমি কিলিয়ানকে চিনি। সে বিশ্বের অন্যতম শক্তিশালী খেলোয়াড়। এখানে থাকলে সে আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করতে পারত। তবে এখানে অন্যান্য খেলোয়াড়রা থাকবে। আমি তাদের সবাইকে ভালোভাবে চিনি।… তাদের শক্তিশালী বিকল্প আছে যারা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে।”
গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত থাকা ইতালি ফ্রান্সের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে আছে। গত সেপ্টেম্বরে প্যারিসে দু’দলের প্রথম দেখায় ৩-১ গোলের জয় পেয়েছিল তারা।
মন্তব্য করুন: