ধুঁকতে থাকা ব্রাজিলের প্রতি আস্থা রাখার আহ্বান মার্কিনিয়োসের

১৮ নভেম্বর ২০২৪

ধুঁকতে থাকা ব্রাজিলের প্রতি আস্থা রাখার আহ্বান মার্কিনিয়োসের

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। কোনোভাবেই যেন টানা জয়ের মধ্যে ফিরতে পারছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর দলের এই কঠিন সময়ে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ডিফেন্ডার মার্কিনিয়োস।

গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার সঙ্গে টি - গোলে ড্র করে ব্রাজিল। পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন ভিনিসুস জুনিয়র। তবে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মার্কিনিয়োস জানান, ফল নিজেদের পক্ষে না এলেও খেলোয়াড়রা জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে গর্ববোধ করেন।

অনেক কিছুই মানুষকে জাতীয় দলের প্রতি আশাহত করতে পারে। কিন্তু আমরা আহ্বান জানাই, আপনারা কখনোই দলের প্রতি আবেগ হারিয়ে ফেলবেন না। আমরা এখনও কিছু ভুল করব কারণ এই পরিবর্তন খেলোয়াড় দলের জন্য এখনও নতুন।

গত বছর অক্টোবরে উরুগুয়ের মাটিতে হারের পর থেকে ব্রাজিলের ছন্দপতনের শুরু। এরপর চলতি বছরের শুরুতে দলের দায়িত্ব পান বর্তমান কোচ দরিভাল জুনিয়র। তার অধীনে শুরুটা ভালো হলেও আবারও খেই হারাতে শুরু করে সেলেসাওরা। বর্তমানে দল একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে মার্কিনিয়োস বলেন, "আমরা ধীরে ধীরে কম ভুল করবো।

বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১১ ম্যাচে জয়, হার ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে ব্রাজিল। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে তারা পিছিয়ে পয়েন্টে। এই অঞ্চল থেকে ১০ দলের মধ্যে শীর্ষ ছয়টি দল সরাসরি আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

পয়েন্ট তালিকা নিয়ে না ভাবা মার্কিনিয়োস বলেন, “যতক্ষণ আমরা স্বস্তিদায়ক অবস্থানে আছি, পয়েন্ট তালিকার অবস্থান নিয়ে বেশি চিন্তা করি না। আমরা জয় পেতে চাই, যাতে তালিকার আরও ওপরে উঠতে পারি, কাজের গতি উন্নত করতে পারি এবং আত্মবিশ্বাস বাড়াতে পারি।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচেও মাঠের বাইরে থাকবেন ফরোয়ার্ড রদ্রিগো ডিফেন্ডার এদের মিলিতাও।

মন্তব্য করুন: