ম্যান ইউর শিরোপা খরা ঘোচাতে আমিই যোগ্য ব্যক্তি: আমুরি
২৩ নভেম্বর ২০২৪
এক দশকেরও বেশি সময় আগে অ্যালেক্স ফার্গুসনের অধীনে সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কিংবদন্তি এই কোচের বিদায়ের পর থেকে পাঁচ জন স্থায়ী কোচ দলকে কোনো লিগ শিরোপা জেতাতে পারেনি। ষষ্ঠ স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নেওয়া রুবেন আমুরি মনে করছেন, ক্লাবের পুরোনো জৌলুশ ফেরানোর জন্য তিনিই সঠিক ব্যক্তি।
মৌসুমে টানা বাজে পারফরম্যান্সের পর গত মাসে এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর চলতি মাসের শুরুতে স্থায়ী কোচ হিসেবে আমুরির নাম ঘোষণা করে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। গত ১১ নভেম্বর নতুন কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেন ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ কোচ।
ইপ্সউইচ টাউনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে শুক্রবার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন আমুরি। সেখানেই দলকে নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে বলেন, “আমি একটু স্বপ্নবাজ। আমি নিজের ওপর বিশ্বাস রাখি, ক্লাবের ওপর বিশ্বাস রাখি।”
“আমি খেলোয়াড়দের ওপর আস্থা করি। আমি জানি, আপনারা (গণমাধ্যম) বেশি আস্থা রাখেন না, কিন্তু আমি রাখি। আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আপনারা মনে করেন না এটি সম্ভব, কিন্তু করি।”
২০১৩ সালে ইউনাইটেডকে তাদের ১৩তম লিগ শিরোপা জিতিয়ে কোচিং থেকে অবসর নেন ফার্গুসন। ওল্ড ট্র্যাফোর্ডের দলটিকে প্রায় ২৭ বছর কোচিং করিয়েছেন তিনি। এরপর আর কোনো কোচই তাদেরকে লিগ শিরোপা জেতাতে পারেনি। তবে আগের কোচরা শিরোপা এনে দিতে না পারলেও নিজে তা করতে পারবেন বলে আত্মবিশ্বাসী আমুরি।
“আমি সত্যিই বিশ্বাস করি যে আমি এই মুহূর্তের জন্য সঠিক ব্যক্তি। আমি এ নিয়ে চিন্তিত নই।”
১১ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে ইউনাইটেড। তৃতীয় স্থান থেকে তারা পিছিয়ে আছে ৪ পয়েন্টে।
মন্তব্য করুন: