হারের বিব্রতকর রেকর্ড গড়ে গুয়ার্দিওলা বললেন দলকে একসঙ্গে থাকতে হবে

২৪ নভেম্বর ২০২৪

হারের বিব্রতকর রেকর্ড গড়ে গুয়ার্দিওলা বললেন দলকে একসঙ্গে থাকতে হবে

কদিন আগেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ইংলিশ ক্লাবটির ইতিহাসের সেরা সাফল্যগুলোও এসেছে তার হাত ধরেই। এবার তাদের হয়েই বিব্রতকর এক রেকর্ড গড়েছেন পেপ গুয়ার্দিওলা। নিজের দুর্দান্ত কোচিং ক্যারিয়ারের প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছেন এই স্প্যানিশ কোচ।

শনিবার ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটনাম হটস্পারের কাছে - গোলে বিধ্বস্ত হয়েছে সিটি। এই হারে গুয়ার্দিওলার অধীনে প্রথমবারের মতো লিগে টানা তিন ম্যাচে হারল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া ইংলিশ লিগ কাপে টটনাম ও চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিং লিসবনের কাছে হারে।

শুধু তাই নয়, ১৯৫৬ সালের পর প্রথম কোনো ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখল সিটি। ৬৮ বছর আগে টানা পাঁচ ম্যাচ হেরেছিল চেলসি।

এদিন ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল হজম করে গুয়ার্দিওলার দল। গোলের জন্য মোট ২৩টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে কেবল ৫টি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিটি কোচ জানান, তারা এখান থেকে ঘুরে দাঁড়াবেই।

খেলাধুলায় কোনো রূপকথার গল্প নেই। কখনও কখনও আপনাকে এসবের মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে এসব মেনে নিতেই হবে। একে অপরকে দোষারোপ করা যাবে না।, একসঙ্গে থাকতে হবে। তাই করতে হবে যা আমরা করে এসেছি।

পালিয়ে যাবো? কখনোই না। এখান থেকে আমাদের আরও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমাদেরকে যা চেনাবে তা হলো, যখন আমরা ব্যর্থ হই, আমরা ঘুরে দাঁড়াই ও তা মোকাবেলা করি।

২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে দলকে ছয়টি প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন গুয়ার্দিওলা। এর মধ্যে সবশেষ চার মৌসুমেই টানা চারটি। দলটির চ্যাম্পিয়নস লিগের শিরোপাও এসেছে তার হাত ধরেই।

লিগে টানা তিন হারে এরই মধ্যে শিরোপা ধরে রাখার দৌড় থেকে বেশ পিছিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে তালিকার দুই নম্বরে আছে তারা।

দল বাজে সময় পার করলেও খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা আছে জানিয়ে গুয়ার্দিওলা বলেন, “আমি জানি না এই মৌসুমে কী হবে। তবে এক মুহূর্তের জন্যও আমি এই খেলোয়াড়দের বিশ্বাস করা বন্ধ করব না। পৃথিবীতে কোনো দলই টানা আট, নয়, দশ বছর সাফল্য ধরে রাখতে পারে না।”

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দের মুখোমুখি হবে সিটি। এরপর রোববার লিগ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে গুয়ার্দিওলার দল।

মন্তব্য করুন: