রিয়াল সতীর্থদের সঙ্গে ‘মানিয়ে নিচ্ছেন’ এমবাপ্পে 

২৫ নভেম্বর ২০২৪

রিয়াল সতীর্থদের সঙ্গে ‘মানিয়ে নিচ্ছেন’ এমবাপ্পে 

রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ চার ম্যাচে গোলের দেখা পাননি। ছিলেন না নিজের চেনা রূপেও। তবে আন্তর্জাতিক বিরতির পর দলের প্রথম ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়রাও। আর ম্যাচ শেষে ফরাসি এই তারকা জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন তিনি।

রোববার লা লিগায় লেগানেসের বিপক্ষে - গোলের জয় পায় রিয়াল। ৪৩তম মিনিটে ভিনিসুস জুনিয়রের পাস থেকে দলের প্রথম গোলটি করেন এমবাপ্পে। বিরতির পর বাকি গোল দুটি করেন ফেদে ভালভের্দে জুড বেলিংহ্যাম।

পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় এমবাপ্পেকে খেলিয়ে আসছিলেন কার্লো আনচেলত্তি। তবে এদিন ২৫ বছর বয়সী এই তারকাকে তার পছন্দের বাঁ উইংয়ে খেলান রিয়াল কোচ। আর এমবাপ্পের জায়গায় সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় রাখেন ভিনিসুসকে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, “ভিনিসুস এবং আমি একে অপরকে খুব ভালোভাবে বুঝি। তার সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। সে অসাধারণ একজন খেলোয়াড়।   আমার মনে হয়, আমি ভালো পারফরম্যান্স করেছি। আমি এখন ধীরে ধীরে আমার সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি। আমি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এবং দলের জন্য সর্বোচ্চ দিতে চাই।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় ছিল এমবাপ্পের পজিশন নিয়ে। আক্রমণভাগের বাঁ পাশে খেলতেই বেশি অভ্যস্ত তিনি। তবে রিয়ালে এই জায়গায় সাধারণত খেলেন ভিনিসুস। ফলে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় খেলতে হচ্ছিল এমবাপ্পেকে। এই পজিশনে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি। কিন্তু দলের হয়ে ভূমিকা রাখতে যে কোনো পজিশনে খেলতে চাওয়ার কথা আবারও মনে করিয়ে দেন বিশ্বকাপজয়ী এই তারকা।

এটাই আমার ক্যারিয়ারের গল্প। আমি ডানদিকে, বাঁদিকে, মাঝখানে কিংবা দুই জনের আক্রমণভাগেও খেলেছি। এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি দলকে সাহায্য করতে এবং গোল করতে চাই।

১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আনচেলত্তির দল। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

মন্তব্য করুন: