লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় সালাহ
২৫ নভেম্বর ২০২৪
লিভারপুলের সঙ্গে চলতি মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ আছে মোহাম্মদ সালাহর। আর অলরেডদের হয়ে নিজের সম্ভাব্য শেষ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এই মিশরীয় তারকা। তবে এখনও নতুন চুক্তির বিষয়ে ক্লাব থেকে কোনো প্রস্তান পাননি বলে জানিয়েছেন তিনি। তার মতে, অ্যানফিল্ডে থাকার চেয়ে তার বাইরে যাওয়ার সম্ভাবনাই বেশি।
রোববার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে সালাহর জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় লিভারপুল। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আর্নি স্লটের দল।
তবে ভক্তদের জয়ের আনন্দ এনে দিলেও ম্যাচ শেষে সালাহর বক্তব্য লিভারপুল সমর্থকদের জন্য ততটা সুখবর বয়ে আনেনি।
এখনও ক্লাবের কাছ থেকে চুক্তি নবায়নের ব্যাপারে কোনো প্রস্তাব না পাওয়া নিজের হতাশা প্রকাশ করে ৩২ বছর বয়সী এই তারকা বলেন, “ডিসেম্বর প্রায় চলে এসেছে। কিন্তু এখনও ক্লাবে থাকার জন্য কোনো প্রস্তাব পাইনি। আমি সম্ভবত ক্লাব থেকে চলে যাওয়ার দিকেই বেশি এগিয়ে। আমি ভক্তদের ভালোবাসি, ভক্তরাও আমাকে ভালোবাসে। কিন্তু এটি আমার হাতে নেই। অপেক্ষা করে দেখা যাক।”
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১২ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্টও করেছেন সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ভক্ত-সমর্থকদের প্রিয় পাত্রে পরিণত হওয়া এই ফুটবলার লিগে এখন পর্যন্ত ২৬২ ম্যাচে ১৬৫ গোল করেছেন।
“আমি খুবই পেশাদার। সবাই আমার কাজের প্রতি নিবেদন দেখতে পায়। আমি শুধু ফুটবল উপভোগ করার চেষ্টা করি এবং যতদিন সম্ভব শীর্ষ পর্যায়ে খেলতে চাই। আমি আমার এবং ক্লাবের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। সামনে কী হয় দেখা যাক।”
এই বিষয়ে লিভারপুলের মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।
মন্তব্য করুন: