চোটে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ভিনিসুস

২৫ নভেম্বর ২০২৪

চোটে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ভিনিসুস

লা লিগায় লেগানেসের বিপক্ষে - গোলে জয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ভিনিসুস জুনিয়রের চোট। আগামী বুধবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।

সোমবার এক বিবৃতিতে ভিনিসুসের চোটের বিষয়টি নিশ্চিত করে রিয়াল। আগের রাতে লেগানেসের মাঠে পায়ের পেশিতে চোট পান তিনি।

আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম আমাদের খেলোয়াড় ভিনিসুস জুনিয়রের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেছে যে, তার বাঁ পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে চোট লেগেছে। চোটের অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।

২৪ বছর বয়সী এই ফুটবলারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই চোটের কারণে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ভিনিসুস। ফলে শীতকালীন বিরতির আগে সব প্রতিযোগিতা মিলিয়ে এই ফরোয়ার্ডকে রিয়ালের হয়ে মোট সাত ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে

ভিনিসুসের চোটে দীর্ঘ হলো রিয়ালের চোটাক্রান্ত ফুটবলারের তালিকা। চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে গেছে দুই ডিফেন্ডার দানি কারভাহাল এদের মিলিতাওয়ের। এছাড়াও এই তালিকায় আছেন রদ্রিগো, লুকাস ভাসকেস, অরলিয়েঁ চুয়ামেনি দাভিদ আলাবার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

লা লিগার ৩০ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরে ৩৬ দলের টুর্নামেন্টে ১৮ নম্বরে আছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে তাদের জয় মাত্র দুটিতে। অন্যদিকে পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ লিভারপুল সবকটি ম্যাচে জিতে আছে এই তালিকার শীর্ষে।

মন্তব্য করুন: