৩ গোলে এগিয়ে থেকেও ড্র, তবুও ফুটবলারদের দায় দিতে নারাজ গুয়ার্দিওলা

২৭ নভেম্বর ২০২৪

৩ গোলে এগিয়ে থেকেও ড্র, তবুও ফুটবলারদের দায় দিতে নারাজ গুয়ার্দিওলা

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষ ১৫ মিনিটে সবকিছু ওলটপালট করে দিয়ে সমতায় ফেরে ফেইনুর্দ। তবে এমন পারফরম্যান্সের পরও শিষ্যদের দায় দিতে নারাজ কোচ পেপ গুয়ার্দিওলা। 

বুধবার ঘরের মাঠে ফেইনুর্দের সঙ্গে - গোলে ড্র করে সিটি। ডাচ ক্লাবটির সঙ্গে ড্রয়ের আগে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখে গুয়ার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে টটনাম হটস্পারের কাছে - গোলে বিধ্বস্ত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচটি তাদের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।

ম্যাচের পঞ্চাশ মিনিটের মধ্যে আর্লিং হলান্দের জোড়া গোল এবং ইলকায় গুন্দোয়ানের গোলে জয় দেখছিল সিটি। ৭৫তম মিনিটে দলের ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকে ভার্দিওলের ভুল পাস থেকে এক গোল শোধ দেয় ফেইনুর্দ। এরপর ৮২তম ৮৯তম মিনিটে আরও দুই গোল করে সমতায় ফেরে তারা।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে গুয়ার্দিওলা বলেন, “আমি খেলোয়াড়দের কিছু বলার প্রয়োজন অনুভব করিনি। তারা নিজেরাই সবকিছু বুঝতে পারে।

২২ বছর বয়সী ভার্দিওলের ভুল পাসের বিষয়ে আলাদা করে সিটি কোচ বলেন, “সে এখনও তরুণ এবং শিখবে। আমি যদি তাকে বিশেষভাবে দোষারোপ করি, তবে তা ভুল হবে। সে অসাধারণ খেলোয়াড় এবং এখন তার পাশে থাকা আমাদের দায়িত্ব।

তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে না পারায় ম্যাচ শেষে সমর্থকদের দুয়োধ্বনির মুখ পড়তে হয় পুরো সিটি দলকে। তবে ঘরের মাঠের দর্শকদের এমন আচরণকে স্বাভাবিকভাবেই নেন গুয়ার্দিওলা।

অতীতের সাফল্য স্মরণ করার জন্য তো তারা এখানে আসেনি। তারা এসেছিলেন দলের জয় দেখতে। তারা যেটা অনুভব করেন, সেটা প্রকাশ করার অধিকার অবশ্যই আছে তাদের। তারা নিশ্চয়ই অনেক হতাশ।

৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট নিয়ে তালিকার ১৫ নম্বরে আছে সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আগামী রোববার কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাদের। এদিন শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে গুয়ার্দিওলার দল। অ্যানফিল্ডে এই ম্যাচে হারলে অলরেডদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়বে বর্তমান চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন: