জয়ের পর দুর্ভাবনার কারণ জানালেন ম্যানইউর নতুন কোচ
২৯ নভেম্বর ২০২৪
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ইউরোপা লিগের ম্যাচে নিজের প্রথম জয়ের দেখা পেয়েছেন রুবেন আমুরি। তবে ম্যাচে একটা সময় পরাজয়ের দুর্ভাবনা চেপে ধরেছিল তাকে। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি পর্তুগিজ এই কোচ।
বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নরওয়ের ক্লাব বুদে/গ্লিম্টকে ৩-২ গোলে হারায় ইউনাইটেড।
প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচের মতো এদিনও শুরুতেই গোলের দেখা পায় আমুরির দল। ম্যাচের প্রথম মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর গোলে এগিয়ে যায় তারা। তবে ১৯ ও ২৩তম মিনিটে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে দারুণ এক ফিনিশিংয়ে ইউনাইটেডকে সমতায় ফেরান গাসমুস হয়লুন্দ। বিরতির পর ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এই ড্যানিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
পুরো ম্যাচটিই আমুরির কাছে রোলার-কোস্টার রাইডের মতো ছিল জানিয়ে ইউনাইটেড কোচ বলেন, “সত্যিকারের একটা রাইডের মতো ছিল। শুরুটা ভালো করেছি আমরা, এরপর দুটি গোল হজম করি। ছেলেরা যেভাবে আমাদের মতোই খেলতে চেষ্টা করেছে, তা ভালো লেগেছে আমার। আমার মনে হয়, জয় আমাদের প্রাপ্য ছিল।”
আমুরির অধীনে প্রথম ম্যাচে প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। এ ম্যাচে তাকে দেখা যায় উৎকণ্ঠায়। দলের সঙ্গে বোঝাপড়া ততটা জমে ওঠেনি বলে কিছুটা শঙ্কার জায়গা ছিল বলে জানান এই ৩৯ বছর বয়সী কোচ।
“দুর্ভাবনায় পড়েছি, কারণ জানি না কী হবে… এই মুহূর্তে তো কিছুই নিয়ন্ত্রণে নেই। আমরা চেষ্টা করছি বিভিন্ন কিছু পরখ করে দেখতে। ছেলেদের সম্পর্কে আমি এখনও সেভাবে জানি না। আমরা একসঙ্গে অনেক কাজ করিনি। রোমাঞ্চ নিয়ে আমরা মাঠে নেমেছি। তবে একই সঙ্গে নার্ভাসও ছিলাম। কারণ জানি না, খেলাটা কেমন হবে।”
৩৬ দলের নতুন ফরম্যাটের ইউরোপা লিগে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মন্তব্য করুন: