আবারও জোড়া গোল করে দলকে জেতালেন রোনালদো

৩০ নভেম্বর ২০২৪

আবারও জোড়া গোল করে দলকে জেতালেন রোনালদো

আল-নাসেরের হয়ে সময়টা দুর্দান্ত যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। আবারও জোড়া গোল করে দলে জিতিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা।

শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারায় আল-নাসের। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।

ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এই ফুটবলার। এরপর ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে নিজের দ্বিতীয় গোলটি করেন।

৩৯ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারের গোল এখন ৯১৫টি। চলতি বছর ৫০ ম্যাচে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৪২টি।

গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের ক্লাব আল গারাফার বিপক্ষে ৩-১ গোলে জয়ে ম্যাচেও আল-নাসেরের হয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো।

মন্তব্য করুন: