এমবাপ্পের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি
২ ডিসেম্বর ২০২৪
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পরাজয়ের ম্যাচে বেশ নিষ্প্রভ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। মিস করেছিলেন একটি পেনাল্টিও। তবে লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন তিনি। ফরাসি এই তারকার পারফরম্যান্সে তাই সন্তুষ্ট কোচ কার্লো আনচেলত্তি।
রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে গেতাফেকে ২-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। এর ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করেন তিনি।
গত বুধবার লিভারপুলের মাঠে ২-০ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন এমবাপ্পে। তবে গেতাফের বিপক্ষে ম্যাচে তার সার্বিক পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, “সে ছিল সক্রিয়, বিপজ্জনক এবং সে অসাধারণ একটি গোল করেছে, যা বাকি ম্যাচটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তার কাছ থেকে এটাই চাই।”
“দলের পরিস্থিতি এবং খেলোয়াড়দের অবস্থা সমর্থকরা সবচেয়ে ভালোভাবে বোঝে। এনফিল্ডের পর ভক্তরা তাকে সমর্থন জানিয়েছে, কারণ এটাই সঠিক ছিল।”
গত জুনে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগায় দলের হয়ে ভিনিসুস জুনিয়রের সমান সর্বোচ্চ ৮ গোল এখন এমবাপ্পের। সব প্রতিযোগিতা মিলিয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকার গোল ১০টি।
এমবাপ্পের গোল নিয়ে আনচেলত্তি বলেন, “হ্যাঁ, এটি সবার জন্যই স্বস্তিদায়ক ছিল। এটি একটি অসাধারণ গোল ছিল। এছাড়া তার খেলাটাও ছিল চমৎকার।”
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। লিগে নিজেদের সবশেষ ম্যাচে গত শনিবার লাস পালমাসের কাছে ২-১ গোলে হারে হানসি ফ্লিকের দল।
মন্তব্য করুন: