সিটিকে হারিয়ে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

২ ডিসেম্বর ২০২৪

সিটিকে হারিয়ে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও সুসংহত করেছে লিভারপুল। তবে গোল করে দলকে জেতানো মোহাম্মদ সালাহ অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তার কথা জানিয়েছেন।

রোববার ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে কোডি গাকপোর জন্য দারুণ একটি গোল তৈরি করে দেন এই মিশরীয় তারকা। এরপর পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরই সঙ্গে প্রিমিয়ার লিগে ওয়েইন রুনির সমান রেকর্ড ৩৬ ম্যাচে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন সালাহ।

চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৩২ বছর বয়সী এই ফুটবলারের। কয়েকদিন আগেও জানিয়েছিলেন ক্লাবের পক্ষ থেকে এখনও তিনি নতুন চুক্তির কোনো প্রস্তাব পাননি। সিটিকে হারিয়েও জানালেন একই কথা।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, “সত্যি বলতে, এটা আমার মাথায় ঘুরছিল। এখন পর্যন্ত এটা লিভারপুলের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আমার শেষ ম্যাচ হতে পারে। তাই আমি পুরোপুরি উপভোগ করার চেষ্টা করেছি।

এখানে পরিবেশ ছিল অসাধারণ। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আশা করি, আমরা লিগ জিতব এবং পরে দেখা যাবে কী হয়।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ এখন পর্যন্ত ৩৬৯ ম্যাচে ২২৪টি গোল করেছেন। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, বরাবরের মতোই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন তিনি। অ্যানফিল্ডে খেলা নিয়ে সালাহ বলেন, “এটি খুবই বিশেষ কিছু। ... এখানে প্রতিটি মিনিট উপভোগ করছি। এটি আমার কাছে বাড়ির মতো মনে হয়। অ্যানফিল্ডে গোল করা এবং ম্যাচ জেতা সবসময়ই বিশেষ অনুভূতি।

প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা এখন ৯ পয়েন্ট এগিয়ে। আর গত চার মৌসুমের শিরোপাজয়ী পঞ্চম স্থানে থাকা সিটির চেয়ে সালাহর দল এগিয়ে আছে ১১ পয়েন্টে।

মন্তব্য করুন: