আলিসনকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না লিভারপুল কোচ
৩ ডিসেম্বর ২০২৪
চোটের কারণে প্রায় দুই মাস ধরে মাঠের বাইরে আছেন আলিসন বেকার। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে মাঠে ফেরানোর কথা ভাবছেন না লিভারপুল কোচ আর্নে স্লট।
গত ৫ অক্টোবর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন আলিসন। এরপর থেকে লিভারপুলের প্রধান এই গোলরক্ষক দলের হয়ে ১০ ম্যাচে মাঠের বাইরে ছিলেন। ব্রাজিলের হয়েও খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইয়ের ৪ ম্যাচ।
তবে তার অনুপস্থিতিতে লিভারপুরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন কাওইমিন কেলেহার। আয়ারল্যান্ডের এই গোলরক্ষক সবশেষ ৫ ম্যাচের ৪টিতে কোনো গোল হজম করেননি।
বুধবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলিসনের চোটের সবশেষ অবস্থা জানিয়ে স্লট বলেন, “গোলরক্ষকদের নিয়ে আমার অবস্থান আমি আগেও পরিষ্কার করেছি। আমরা শুধু আলিসনের সম্পূর্ণ সুস্থতার অপেক্ষা করছি। কাওইমিন এত ভালো খেলছে যে, ৫০% ফিট অবস্থায় আলিসনকে মাঠে ফেরানো ঠিক হবে না। এটা আলিসনের জন্যও ভালো হবে না, দলের জন্যও হবে না। সে সুস্থ হওয়ার পথেই আছে।”
বছর শেষের আগে গোলবারের দায়িত্ব সামলাতে আলিসনকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন লিভারপুল কোচ।
মন্তব্য করুন: