বার্সার বড় জয়ের কৃতিত্ব ইয়ামালকে দিলেন ফ্লিক

৪ ডিসেম্বর ২০২৪

বার্সার বড় জয়ের কৃতিত্ব ইয়ামালকে দিলেন ফ্লিক

লামিনে ইয়ামালের অনুপস্থিতিতে লা লিগায় রীতিমত ধুঁকছিল বার্সেলোনা। তবে তরুণ এই ফুটবলারের শুরুর একাদশে প্রত্যাবর্তনের দিনে বড় জয় পেয়েছে হানসি ফ্লিকের দল। প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে পাঁচবার। তবে এর কোনোটিতেই অবদান নেই ইয়ামালের। এরপরও সব কৃতিত্ব তাকেই দিচ্ছেন কোচ।

মঙ্গলবার মায়োর্কার মাঠে - গোলে জেতে বার্সেলোনা। ফলে লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তারা।

শুরুতে ফেররান তরেস বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে মায়োর্কা। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। একটি করে গোল করেন ফ্রেঙ্কি ডি ইয়ং পাউ ভিক্তর।

গোড়ালির গাঁটের চোটের কারণ চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিলেন ইয়ামাল। গত ম্যাচে মাঠে নামেন বদলি হিসেবে। সময় লিগে তিন ম্যাচের দুটিতেই হারে বার্সেলোনা। ড্র করে এক ম্যাচে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্টের ব্যবধানে - নামিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে ইয়ামালের পারফরম্যান্সের ভূয়ষী প্রশংসা করে ফ্লিক বলেন, “ইয়ামাল আজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে মাঠে সবসময় দলের জন্য ইতিবাচক কিছু করে। আজ তার এক বা দুইটি গোল করা উচিত ছিল। সে অসাধারণ খেলেছে।

এদিন চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ ১৫ গোলদাতা রবের্ট লেভানডফস্কিকে বিশ্রামে রাখেন ফ্লিক। এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার ২০ ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন পোলিশ এই স্ট্রাইকার।

দলের এই গোল মেশিনকে না খেলানো প্রসঙ্গে বার্সেলোনা কোচ বলেন, “লেভানডফস্কির বিশ্রামের প্রয়োজন ছিল। তাকে সঠিকভাবে সামলানো দরকার। তোরেস দুর্দান্ত খেলেছে এবং প্রথম গোলটি করেছে। এটি তার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমাদের তার প্রয়োজন হয়, সে সবসময় প্রস্তুত থাকে। আজ আমাদের লেভানডফস্কিকে খেলানোর দরকার হয়নি।

১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৩। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।

মন্তব্য করুন: