ভিনিসুসকে নিয়ে সুখবর দিলেন রিয়াল কোচ

৭ ডিসেম্বর ২০২৪

ভিনিসুসকে নিয়ে সুখবর দিলেন রিয়াল কোচ

রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছেন কার্লো আনচেলোত্তি। ইতালিয়ান এই কোচ নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন ভিনিসুস জুনিয়র। তবে শনিবার লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খেলবেন না।

গত ২৪ নভেম্বর লেগানেসের বিপক্ষে রিয়ালের - গোলের জয় ম্যাচে পায়ের পেশিতে চোট পান ভিনিসুস। তার অনুপস্থিতিতে স্প্যানিশ ক্লাবটি তাদের পরবর্তী তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে। চ্যাম্পিয়নস লিগে লিভারপুল এবং লিগে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে হারের মাঝে কেবল লিগ ম্যাচে গেতাফের বিপক্ষে জয় পেয়েছে তারা। 

শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে দেখা যায় ভিনিসুসকে। একই দিন সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, “ভিনিসুসের ফিরে আসা আমাদের জন্য দারুণ খবর, এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। সে ভালোভাবে সেরে উঠেছে। আগামীকালের ম্যাচে সে খেলবে না, তবে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।

লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। আনচেলত্তির দল নিজেদের শেষ ১১ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছে। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগেই হেরেছে ৩ ম্যাচে।

৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে বর্তমানে ৫ ম্যাচে পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে আছে রিয়াল। লিগ পর্ব শেষে তালিকার ৯ থেকে ২৪ নম্বর দল নকআউট পর্বের জন্য কোয়ালিফাইং রাউন্ড খেলবে। তবে এমন অবস্থা থেকে তারা দ্রুতই সেরা ফর্মে ফিরবে বলে আশাবাদী আনচেলত্তি।

আমি চিন্তিত, এটা স্বাভাবিক। তবে এটা কোনো শোকের বিষয় নয়। আমরা এখনও প্রতিটি প্রতিযোগিতায় লড়াইয়ে আছি। আমাদের সমস্যাগুলি আমরা চিহ্নিত করেছি। আমাদের দল মানসম্পন্ন এবং আমরা আত্মবিশ্বাসী যে, খুব শিগগিরই আমরা আমাদের সেরা ফর্মে ফিরে আসব। আমার উদ্বেগের মাত্রা মাঝারি।

মন্তব্য করুন: