রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ আটে দেখছেন না আনচেলত্তি

১০ ডিসেম্বর ২০২৪

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ আটে দেখছেন না আনচেলত্তি

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে শুরুটা একদমই ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। ৩৬ দলের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়নরা আছে পয়েন্ট তালিকার বেশ পেছনে। সরাসরি শেষ ষোলোয় খেলতে হলে তালিকায় প্রথম আট অবস্থানের ভেতর থাকতে হবে তাদের। তবে কোচ কার্লো আনচেলত্তির মনে করছেন, তার দল সে অবস্থায় নেই। শেষ ষোলোতে পৌঁছানোর জন্য তাদের হয়তো দুই লেগের নকআউট প্লে-অফ খেলতে হবে।

লা লিগা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে গত মৌসুমে দুর্দান্ত এক সময় পার করে রিয়াল। তবে চলতি মৌসুমে ইউরোপের ক্লাব শিরোপা ধরে রাখার অভিযানে বেশ সংগ্রাম করতে হচ্ছে আনচেলত্তির দলকে। টুর্নামেন্টের শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গেছে তারা। 

পাঁচ ম্যাচে মাত্র পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ২৪তম স্থানে আছে রিয়াল, যা প্লে-অফ রাউন্ডে খেলার জন্য শেষ স্থান। আট নম্বরে থাকা দলের চেয়ে তারা পিছিয়ে আছে পয়েন্টে। টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরতে বর্তমান চ্যাম্পিয়নরা মঙ্গলবার দারুণ ছন্দে থাকা আতালান্তার বিপক্ষে মাঠে নামবে।

ইতালিয়ান সেরি আয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতালান্তা বর্তমানে চ্যাম্পিয়নস লিগে পঞ্চম স্থানে রয়েছে। ১১ পয়েন্ট পাওয়া দলটি এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। 

লিগ পর্বে আর তিনটি ম্যাচ বাকি থাকায় আতালান্তার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বলে স্বীকার করে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, "এই ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যা আমাদের কোয়ালিফাই করতে সাহায্য করবে। দুর্ভাগ্যবশত আমাদের একটি অতিরিক্ত রাউন্ড খেলতে হবে, তবে এটাই বাস্তবতা। আমি আমার দলের ওপর অনেক আস্থা রাখি।"

আমরা এখন ভালো অবস্থানে আছি এবং ধীরে ধীরে উন্নতি করছি। আগামীকালের ম্যাচটি বছরের শেষ পর্যন্ত সবচেয়ে কঠিন ম্যাচ হতে পারে। 

গত আগস্টে উয়েফা সুপার কাপে আতালান্তাকে - হারিয়ে শিরোপা জেতে রিয়াল। তবে এবারের দলটি বেশ বদলেছে বলে মনে করেন আনচেলত্তি। গত মৌসুমে ইউরোপা লিগের শিরোপা জেতা দলটি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয়টি ম্যাচ জিতেছে। এর মধ্যে আছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান, নাপোলি রোমার বিপক্ষে জয়।

মন্তব্য করুন: