চ্যাম্পিয়নস লিগে লিভারপুল দলে ফিরছেন আলিসন

১০ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়নস লিগে লিভারপুল দলে ফিরছেন আলিসন

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দুই মাস পর লিভারপুলের হয়ে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আলিসন বেকার। চ্যাম্পিয়নস লিগে জিরোনার বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান এই গোলরক্ষক শুরুর একাদশে ফেরার জন্য তৈরি বলে নিশ্চিত করেছেন কোচ আর্নে স্লট।

গত অক্টোবর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন আলিসন। অলরেডদের হয়ে বেশ কিছু ম্যাচ ছাড়াও ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি।

মঙ্গলবার জিরোনার মাঠে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে লিভারপুল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলিসনের ফেরার বিষয়ে স্লট বলেন, “সে ফিট। আলিসনের মতো একজন দুর্দান্ত গোলকিপারকে পাওয়াটা আমাদের জন্য দারুণ। সে এত বছর ধরে ক্লাব এবং ব্রাজিল জাতীয় দলের জন্য অসাধারণ পারফরম্যান্স করেছে।

আলিসন ফিরে পেয়ে আমরা আনন্দিত। তবে তার অনুপস্থিতিতে তার বদলি (কেলেহার) যেরকম ভালো পারফরম্যান্স করেছে সেমনটা করা সহজ হবে না।

কেলেহার এত ভালো করেছে যে আমরা বলতে পারি যে আমাদের দুইজন দুর্দান্ত গোলকিপার রয়েছে যারা দলের জন্য অসাধারণ কাজ করতে পারে।"

৩২ বছর বয়সী আলিসনের বদলি হিসেবে খেলা কাওইমিন কেলেহার বেশ ভালো খেলেছেন। চার ম্যাচে কোনো গোল হজম না করলেও আয়ারল্যান্ডের এই গোলকিপারের ভুলে গত লিগ ম্যাচে নিউক্যাসেলে সঙ্গে - গোলে ড্র করে লিভারপুল।

মন্তব্য করুন: